নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে ডোবায় ফেলে দিয়ে ২ বছরের শিশু খাদিজাকে হত্যা করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে নিহত শিশু খাদিজার মা নাসিমা বেগম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার নং- ২৭(৪)১৭ ধারা- ৩০২/২০১ দঃবিঃ। স্থানীয় জনতা কর্তৃক আটককৃত ঘাতক কিশোরীকে পুলিশ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আফতাব উদ্দিনের আদালতে নিয়ে ১৬৪ ধারায় স্বিকারউক্ত মূলক জবানবন্ধী প্রদান করায়।
মামলার তদন্তকারী র্কমকর্তা এসআই পংকজ ও নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে বন্দর থানার ধামগড় ইউনিয়নস্থ মালামত এলাকার দ্বীল মোহাম্মদ মিয়ার ভাড়াটিয়া রিক্সা চালক এনামুল মিয়ার বড় মেয়ে র্ঝণার সাথে একই এলাকার মাহাবুব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া জামান হোসেনের মেয়ে স্মৃতি (ছদ্ম নাম) সাথে ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে বুধবার বিকেলে স্মৃতি (ছদ্ম নাম) র্ঝণাদের বাড়ীতে আসে। পরে র্ঝণার ছোট বোন খাদিজাকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে ডেকে নিয়ে বাড়ীর পাশে একটি ডোবায় ছুরে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী কে স্মৃতি (ছদ্ম নাম) কি ফেলে গেলে জিজ্ঞাসা করলে সে জানায় বিড়ালের বাচ্চা ফেলে গেলাম। মুহুর্তের মধ্যে খাদিজাকে খোজাখুজি করে তার সন্ধান না পেলে প্রত্যেক্ষদৃশিরা জানায় স্মৃতি (ছদ্ম নাম) এখানে বিড়ালের বাঁচ্চা ফেলে গেছে।
পরে এলাকাবাসী ডোবায় নেমে খোজাখুজির পর খাদিজার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় উত্তেজিত জনতা স্মৃতিকে (ছদ্ম নাম) আটক করে বন্দর থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।