নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (শহর প্রতিনিধি) : নগরীর আমলাপাড়া নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ইংরেজী শিক্ষক মো: আরিফকে ছাত্রী লাঞ্ছনার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার ২ এপ্রিল সকালে স্কুল প্রাঙ্গণে অতিরিক্ত কোচিং ফি আদায়সহ নানা অভিযোগের তদন্ত করতে এসে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ছরোয়ার হোসেন এ আদেশ দেন। তবে সেখানে উপস্থিত অভিভাবকদের দাবি জনরোষ থেকে বাচাঁতেই ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বিভিন্ন সময় ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে নালিশ করলেও কোন ব্যবস্থা নেননি তিনি।
অভিভাবকরা জানায়, আমলাপাড়া গার্লস স্কুলে কোচিংয়ের নামে ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ১৫ শ টাকা নেওয়া হতো। টাকা দিতে না পারলে পরীক্ষা প্রবেশপত্র আটকিয়ে রাখতো স্কুল কর্তৃপক্ষ। প্রবেশপত্র ফেরত চাওয়ায় স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করেন অভিযুক্ত ওই শিক্ষক।
পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ছরোয়ার হোসেনের কাছে অভিযোগ করলে তিনি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের প্রবেশপত্র ফেরত দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেন। এসময় তিনি স্কুলে নীতিমালা বিরোধী কোচিং কেন বাধ্যতামূলক করা হয়েছে এজন্য প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে কে কারণ দর্শানোর জন্য সময় বেধে দেন।
তবে অভিভাবকদের অভিযোগটি মিথ্যা দাবী করে স্কুলের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে বলেন, আমরা কোচিং করাই না। শুধু মাত্র দূর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস করানো হয়। এবং প্রতিটি বিষয়ের জন্য মাসে ৩ শত টাকা করে মোট ৫টি বিষয়ে পড়ানো হয়।
তবে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, অভিভাবকদের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।