নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব বলেছেন, প্রযুক্তি এমন পর্যায়ে পৌছেছে এখন গ্রাম আর শহরের মধ্যে কোন তফাৎ নেই। সুতরাং সন্তানদের পড়া-লেখা করাবেন তাদের ভবিষ্যত নিয়মের নিমিত্তেই গড়ে উঠবে। শুক্রবার বিকেল ৪টায় বন্দর উপজেলাধীন নরপদীস্থ হাজী আবদুস সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার! বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মৌসুমী হাবিব আরো বলেন, তোমরা কখনো মা-বাবার অবাধ্য হবে মা-বাবার পরে শিক্ষকদের কথা শুনবে। তাহলে তোমরা বড় কিছু হতের পারবে। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য উম্মে হাবিবা পান্না,মোঃ সাহাবুদ্দিন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ অলিউল্লাহ মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মঞ্জু আক্তার ও ঘারমোড়া বিশ^ নবী ইসলামিয়া আলীম মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য মোঃ লিয়াকত আলী।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল হাসান রনির সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হোসেন,হাসেম ডিলার,জহিরুল হক মোঃ জাকির হোসেন,আসাবুদ্দিন খান,আলমচান খান,মোঃ মোস্তফা,মহসিন প্রধাণ,সুমন প্রধাণ,ইকবাল হোসেন, মোঃ ফারুক প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন তাহমিনা তানিয়া চৌধুরী।