মোরছালীন বাবলার বিরুদ্ধে মামলা দায়ের : ক্র্যাবের তীব্র নিন্দা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি ও নারায়নগঞ্জ থেকে প্রকাশিত যুগের চিন্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি।

আজ ২ এপ্রিল ২০১৭ ইং রবিবার, ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম এক বিবৃতিতে এ ঘটনায়  তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিথ্যা মামলা দায়ের করে একজন পেশাদার সাংবাদিককে হয়রানি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। এতে বাক স্বাধীনতা রুদ্ধ হয়। তথ্য-প্রযুক্তি আইনের এমন অপব্যবহারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। এছাড়া মামলার বাদী মীর সোহেল আলী নামে ফতুল্লা যুবলীগের সভাপতির বিষয়ে ওই প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশিত হয়েছে- তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। পাশাপাশি আর কোন সাংবাদিককে যাতে এরকম হয়রানির শিকার হতে না হয়- তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ২২ মার্চ ২০১৭ ইং নারায়নগঞ্জ থেকে প্রকাশিত যুগের চিন্তা পত্রিকায় ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর দুর্নীতি নিয়ে ‘সরকারি চাল যুবলীগ নেতার গরুর পেটে’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ২৫ মার্চ সোহেল আলী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোরছালীন বাবলার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ৮৫।

add-content

আরও খবর

পঠিত