অভ্যন্তরীন কোন্দলে কুসিক নির্বাচনে আ:লীগ প্রার্থী পরাজিত- সড়ক ও সেতু মন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এসএম রুবেল ) : দলীয় অভ্যন্তরীন কোন্দলের কারনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা সিলেট মহাসড়কের ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত  নারায়ণগঞ্জের রূপগঞ্জের নির্মাণাধীন ভূলতা ফ্লাইওভারটি  পরিদর্শনে আসেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। শনিবার ১লা এপ্রিল বেলা ১২টার দিকে উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ পরিদর্শনে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় ফ্লাইওভারটির বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা, পিলার ও বিভিন্ন সরঞ্জামাদির মান ও কাজ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।  পরে নির্মাণাধীন কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা  মন্ত্রীকে অবহিত করেন।

তবে এ কাজের ধীর গতি নিয়ে স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীর গতি বলে কিছু নেই । বিধি অনুযায়ী কাজ চলছে। আগামী জুন মাসের মধ্যে ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান তিনি।  এ  সময়ের মধ্যেই এ সড়কের  যানবাহনগুলো ফ্লাইওভারের উপর দিয়ে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  এ সময় সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা স্থানীয় বিএনপি প্রার্থী মনিরুল হক্ব সাক্কুর কাছে পরাজয় বিষয়ে মন্তব্য করেন তিনি।

তিনি  আরো বলেন,  কুমিল্লার স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের অভ্যন্তরীন কোন্দলের কারণে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী পরাজিত হয়েছে। এ সময় রূপগঞ্জ আওয়ামীলীগ নেতাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির সেবায় কাজ করার জন্য আহবান জানান তিনি।

মন্ত্রীর পরিদর্শনের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার নিলা, ঢাকা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ (পিপিএম), ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হন।

add-content

আরও খবর

পঠিত