সোনারগাঁয়ের নতুন রাস্তা সিলেটে নিহত পুলিশ কর্মকর্তাদের নামকরনে হবে- এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমার সোনারগাঁও এলাকায় নতুন রাস্তাগুলো যারা শহীদ হয়েছেন সেই সকল বীরদের নামে নাম করন করা হবে। আমাদের পুলিশ ও র‌্যাব এই স্বাধীন দেশে জনগণকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। সিলেটে জঙ্গী হামলায় আমাদেরই ভাই ২ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আর সকল বীর শহীদদের স্বরণে নতুন রাস্তাগুলোকে তাদের নামকরনে করতে চাই। ২৮ ই মার্চ মঙ্গলবার বিকেলে চাষাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত সিলেটে জঙ্গী হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

উক্ত দোয়া মাহফিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১ এর কমান্ডার অফিসার কামরুল হাসান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জেবিন বিনতে শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, বিকেএমইএ-র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক ও নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু।

তিনি আরও বলেন, আজকের এ সমাবেশটি দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্ব বহন করে। এই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল মুক্তিযোদ্ধাদের মাধ্যমে। আমাদের স্বাধীনতা, আমাদের সংবিধান, আমাদের সার্বভৌমত্ব এই বাংলাদেশ আমাদের। আজকে বাংলাদেশ বর্তমান প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা চায় না আমাদের দেশে উন্নয়ন হোক। কারন ৭১ এ পরাজিত হয়ে আজ তারা আবার নতুন করে সংঘবদ্ধ হচ্ছে। তারা আমাদের দেশের প্রশাসনের উপর হামলা করছে এমনকি সাধারণ মানুকেও তারা হত্যা করছে। তাই আমি আহ্বান জানাবো সকলকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আগামী ১ তারিখ আমরা সোনারগায়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ করব।

এছাড়াও উপস্থিত ছিলেন ঘাতক দালাল নিমূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোপিনাথ দাস, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, নায়াণগঞ্জ বিএমএ-র সভাপতি ডা. শাহ্ নেওয়াজ, যুবলীগ নেতা হেলাল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর সেচ্ছা সেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রাহমান রিয়াদ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত