সততা সংঘের আয়োজনে দুর্নীতি বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : সততা সংঘের আয়োজনে দুর্নীতি বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় চাষাড়া শহীদ মিনার থেকে এ র‌্যালীটি বের করা হয়। সরকারি মহিলা কলেজের ব্যানারে দুর্নীতি সইবো না, মানবো না, করবো না- এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালীটি শহরের প্রধাণ সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ গার্ল গাইডস এর রেঞ্জার ইউনিট, মহিলা কলেজ নারায়ণগঞ্জ শাখা। নারায়ণগঞ্জ বার একাডেমি, নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ র‌্যালীতে অংশ নেয় ।

র‌্যালীতে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে দুর্নীতি হয় তার বিরুদ্ধে সোাচ্চার হতেই আমরা এই মানব বন্ধনে অংশগ্রহন করি। প্রশ্ন পত্র ফাঁস করে যারা শিক্ষার্থীদের দুর্নীতির দিকে ধাবিত করছে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বার একাডেমীর সিনিয়র শিক্ষক মোঃ হোসেন। তিনি বলেন, শিক্ষাজীবন থেকে যদি শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় তবে তারা কর্মক্ষেত্রে গিয়ে সৎ থাকবে।

add-content

আরও খবর

পঠিত