নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার মুড়াপাড়া এলাকার উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র্যালি বের হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজের গাজী অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় তারা নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ^ কর্মে নতুন মাত্রা শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলামের সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল আমিন দুলাল,মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা,মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, সেলিম মিয়া,শিলা রানী পাল, রেহানা আক্তার,ফেরদৌসী আক্তার,সেলিনা আক্তার,বিউটি আক্তার কুট্টি প্রমুখ। প্রধার অতিথি নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই বাংলাদেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন,জঙ্গীরা ইসলামের নাম করে নারী সমাজকে ঘরে বন্ধি করে রাখতে চায় এবং জঙ্গিবাদে জড়াতে চায় তাই সবাইকে সজাগ দৃষ্টি রেখে এই জঙ্গিবাদকে প্রতিহত করার আহব্বান জানান।