জেলা ও মহানগর মহিলা দলের নয়া কমিটিকে ৬০ দিনের আল্টিমেটাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহের দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ২১ সদস্য বিশিষ্ট নারায়নগঞ্জ মহানগর মহিলা দলের নয়া আহবায়ক  কমিটি। গত শুক্রবার কমিটি প্রথম সভায় আগামী ২ সপ্তাহে মধ্যে ওর্য়াড, থানা কমিটি গঠন ও নতুন সদস্য সংগ্রহে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের আহবায়িকা রাশিদা জামালের বাবুরাইলস্থ বাস ভবনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগর মহিলা দলের প্রথম সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র নেত্রী আয়েশা সাত্তার, জেলা মহিলা দলের আহবায়ক নুরুন নাহার, আহবায়ক কমিটির, যুগ্ন আহবায়িকা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মাহমুদা আক্তার, সাবেক কাউন্সিলর রেজাওয়ানা হক সুমি, সাজেদা খাতুন মিতা, সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, মমতাজ ইউসুফ, জোবেয়দা নাসরিন রানী, দিপালী আক্তার, ডলি আহমেদ, নাহার সুলতানা, ফাতেমা হক সহ প্রমুখ।

জেলা মহিলা দলের নয়া কমিটির আহবায়িকা নুরুন নাহার মহানগর কমিটি সভা চলাকালিন সময় উপস্থিত হয়ে নয়া কমিটির সকলকে সাধুবাদ জানায়। তিনি আগামী আন্দোলন সংগ্রামে মহানগর মহিলা দলের সাথে যৌথভাবে অংশ গ্রহন করার প্রত্যয় ব্যক্ত করেন।

২২ জানুয়ারী অনুমোদিত নয়া মহানগর মহিলা দলের আহবায়ক কমিটিকে ৬০ দিনের মধ্যে ওর্য়াড ও থানা কমিটিসমূহ গনতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করে নারায়নগঞ্জ মহানগর মহিলা দলের সন্মেলন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়। নতুন কমিটি গঠন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রিয় মহিলা দলের সভানেত্রী এবং সাধারন সম্পাদিকাকে  সংগ্রামী অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতির বক্তব্যে রাশিদা জামাল বলেন, নারায়নগঞ্জ মহানগর মহিলা দল সু-সংগঠিত  ও ঐক্যবদ্ধ।মহানগর মহিলা দল আগেও ঐক্যবদ্ধ ছিল,এখনো আছে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী ২/৩ দিনের মধ্যে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ওর্য়াড ও থানা কমিটি গঠনসহ সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। আপোষহীন দেশনেত্রী বেগম জিয়ার হাত কে শক্তিশালী করতে সকল মতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দলের স্বার্থে কাজ করার আহবান জানান নয়া মহানগর কমিটির আহবায়িকা রাশিদা জামাল।

উল্লেখ্য,গত ২২ জানুয়ারী  রাশিদা জামালকে আহবায়িকা এবং আয়েশা আক্তার দিনা, এ্যাডঃমাহমুদা মালা, বিনু আক্তার, রেজওয়ানা হক সুমি, শেফালী রাণী ও সাজেদা খাতুন মিতাকে যুগ্ন আহবায়িকা করে নারায়নগঞ্জ মহানগর মহিলা দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রিয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারন সম্পাদিকা সুলতানা আহমেদ। নয়া কমিটির সদস্যরা হলেন, মমতাজ ইউসুফ, জোবেয়দা নাসরিন রাণী, দিপালী আক্তার, ডলি আহমেদ, রোজিয়া কাশেম, ফরিদা বেগম, রানু আক্তার, জোহরা বেগম, নুপুর আক্তার, শেফালী বেগম, মরিয়ম বেগম, মৌসুমী, ফাতেমা আক্তার ও আশা। একই তারিখে নুরুন নাহার কে আহবায়িকা, রহিমা শরীফ মায়া, নাসরিন আক্তার, রাবেয়া সিরাজ, পারভীন আক্তার ও রুমা আক্তার কে যুগ্ন আহবায়িকা এবং অন্যদের সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট নারায়নগঞ্জ জেলা মহিলা দলের নয়া আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রিয় মহিলা দল। তবে কোন্দলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে জেলা মহিলা দলের নয়া কমিটি। কমিটির আহবায়িকা নুরুন নাহার ও সিনিয়র যুগ্ন আহবায়িকা রহিমা শরীফ মায়ার পরস্পর বিরোধী বক্তব্যে এ কোন্দল প্রকট আকার ধারন করেছে বলে জানা যায়। ইতিমধ্যে আহবায়িকা নুরুন নাহার আড়াইহাজার থানা মহিলা দলের নয়া কমিটি ঘোষনা করেছেন। যা নিয়ে নুরুন নাহার ও মায়ার মাঝে  বিরোধ সৃষ্টি হয়। বিশ্লেষকদের মতে, মহানগর মহিলা দল নয়া কমিটিতে ঐক্য বিরাজ করলেও শুরুতেই বুমেরাং জেলা মহিলা দল। এ কোন্দলের ফলে কেন্দ্রের বেধে দেয়া ৬০ দিনের সময় সীমায় সন্মেলন করতে ব্যর্থ হবে জেলা মহিলা দল।

add-content

আরও খবর

পঠিত