চুরি হওয়া ৮ মাসের শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানী ঢাকার মিরপুরের শাহআলী থানা এলাকা থেকে ১০ দিন আগে চুরি হওয়া ৮ মাসের শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ ঘটনার সাথে জড়িত দুই নারীসহ তিনজনকে বন্দর ও ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চুরি করা শিশু বিক্রেতা ও অপর দুইজন ক্রেতা।

গ্রেফতাররা হলেন, জেলার বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মিনারা ওরফে তানিয়া (৪০), সদর উপজেলার ফতুল্লার মাসুম (৩০) ও একই এলাকার মৌসুমী (২১)। এ ঘটনায় এ চক্রের সদস্য আল আমিন (২৮) ও তার স্ত্রী সালমা (২২) পলাতক রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১১ এর একটি টিম ওই তিনজনকে গ্রেফতার করে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১’এর সদর দফতরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, রাজধানী ঢাকার শাহ আলী থানা এলাকার বাসিন্দা সেতু বেগম গত ২২ ফেব্রুয়ারি র‌্যাবের কাছে অভিযোগে জানায়, ১৯ ফেব্রুয়ারি তার ৮ মাসের শিশু মরিয়ম নিখোঁজ রয়েছে। তার স্বামী বিল্লাল হোসেন (৩৬) একজন মাদকাসক্ত। এর আগে মরিয়ম ছাড়াও তার তিনটি সন্তান নিখোঁজ হয়েছে। পরে র‌্যাব তদন্ত করে নিশ্চিত হয় শিশুটির নিখোঁজে জড়িত অপরাধীরা নারায়ণগঞ্জে অবস্থান করছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় র‌্যাব ১১ এর এএসপি আলেপ উদ্দিন ফতুল্লা ও বন্দরে অভিযান চালিয়ে শিশু মরিয়মকে উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।

add-content

আরও খবর

পঠিত