নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নবীগঞ্জ গুদারাঘাটে ফের ট্রলার ডুবির ঘটনায় ৪ জন নিখোঁেজর খবর পাওয়া গেছে। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী রাত ১০ টায় যাত্রী বোঝাই ট্রলারটি নদী পারাপারের সময় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর-হাজিগঞ্জ গুদারাঘাটে অতিরিক্ত যাত্রী বহনকারী একটি ট্রলার হাজিগঞ্জ ঘাটে যাত্রী নামানোর সময় যাত্রীরা তারাহুরো করে নামতে গেলে ট্রলারটি উল্টে যায়। এতে যাত্রীরা সাতার কেটে পারে উঠলেও ৪ জন যাত্রী তীরে ফিরতে পারেনি। এরপর স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘন্টা খুঁজার পর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এদের শারীরীরক অবস্থা আশংকাজন।
যাত্রীরা জানায়, ট্রলার নবীগঞ্জ থেকে ছাড়ার সময় অনেকেই বলেছে যাত্রী অধিক ট্রলার ডুবে যাবে। কিন্তু ট্রলারের মাঝি যাত্রীদের কোন কথা কর্নপাত না করে পারাপার করে। এতে নদীর মাঝখানেই কয়েকবার ডুবে যেতেও বেঁচে যায় যাত্রীরা। কিন্তু শেষ পর্যন্ত তীরে গিয়ে ডুবল ট্রলারটি।