নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) :গাজী টায়ারের উদ্যোগে ও ইউবিডি ক্রিয়েশনের আয়োজনে গাজী টায়ারস ভালবাসা উইকেন্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কনফারেন্স রুমে সোমবার ১৩ ফেব্রুয়ারী বিকালে এই কুপনের ড্র অনুষ্ঠিত হয়। সিএনজি, রিকশা ও ইজিবাইকসহ তিন চাকার যান চালকদের মধ্যে ভালবাসা দিবস উপলক্ষে গাজী টায়ার ভালবাসার উইকেন্ড এর আয়োজন করেছে ইউবিডি ক্রিয়েশন। ইভেন্টের অংশ হিসেবে প্রায় ত্রিশ হাজার তিন চাকার যান চালকদের মধ্যে উইকেন্ড কুপন বিতরণ করা কুপনের ড্র করা হয়েছে। গাজী টায়ারসের কুপন পূরণ করে দুইজন লটারীতে বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের অটোচালক হারুন মিয়া ও ঢাকার খলিলুর রহমান। আগামীকাল ভালবাসা দিবসে এই দুই জনই পরবিরের ১০জন সদস্যকে নিয়ে স্টারকাবাব, হ্যান্ডি বা নান্দাউস ল্যান্ড ও সেভেন হিলি বুফেতে সকাল, দুপুর রাতের খাবের অংশগ্রহণ করবেন।
এছাড়াও রাতের খাবারে বিশেষ আর্কষনে রয়েছেন গাজী টায়ারসের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী তিনিও তাদের সাথে অংশগ্রহণ করবেন। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে আড়ং এ কেনাকাটা করার সুযোগ । সারাদিন গাড়িতে চড়িয়ে তাদের পছন্দনীয় স্থানে ভ্রমনের ব্যবস্থা।
এ সময় উপস্থিত ছিলেন, গাজী টায়ারের মার্কেটিং অফিসার (ব্যান্ড) আলমগীর কবীর, মার্কেট অব (সেলস) শাওন দাস, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরিফুদ্দিন সবুজ, বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) জি এম. ফারুক, কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সংরক্ষিত কাউন্সিলর শারমীন হাবীব বিন্নি, যুবদল নেতা রানা মুজিব প্রমুখ।