নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদের অন্যতম সদস্য, ভাষা সৈনিক,বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক প্রয়াত জননেতা মফিজুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১১ ফেব্রুয়ারী মরহুমের পরিবারের পক্ষ থেকে চাঁনমারীস্থ বাস ভবনে দিনব্যাপী কোরআনখানী, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান,সংরক্ষিত মহিলা সাংসদ এড.হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মো:আবদুল হাই,সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মো:শহীদ বাদল,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান,ব্যাংক ফেডারেশন নেতা আব্দুল কাদির,৭১-এর চেতনা মঞ্চের কেন্দ্রীয় সভাপতি এম এ রাসেল,বৃহত্তর ফরিদপুর জেলা সমিতির সভাপতি আব্দুল মালেক,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন মজনু,মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধান,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু,বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো:মোবারক হোসেন,যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন,নাসিক ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান,১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মো:সাগর,মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি,বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল,শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো: জুয়েল হোসেন এবং প্রয়াত জননেতা মফিজুল ইসলামের দুই ছেলে মাহফুজুল ইসলাম রানা ও মাহবুবুল ইসলাম রাজন প্রমুখ।দোয়া পরিচালনা করেন চাঁনমারী বায়তুল হাফেজ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাউয়ুম।মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,একজন সাচ্চা আওয়ামী লীগার ছিলেন মফিজুল ইসলাম।দলের দুর্দিনে তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের হাল শক্ত হাতে ধরেছিলেন বলেই আজ আওয়ামী লীগ রাস্ট্র ক্ষমতায়।বিশেষ করে ২০০১সালের পহেলা অক্টোবরের নির্বাচনের পর দলকে তিনি অনেক কিছুই দিয়েছেন,জীবনের মূল্যবান সময় এখানে ব্যায় করেছেন।দল থেকে কিছুই নেননি তিনি।তার মতো নেতা আর হবেনা।তার মতো আদর্শবান নেতা পাওয়া দুস্কর।
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারী সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলাম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। দীর্ঘ ৫০ বছর যাবত তিনি আওয়ামী লীগের রাজনীতি করছেন। আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল মনে রাখার মতো। অভিনয় করেছেন বাংলাদেশী চলচ্চিত্রে। নায়ক চরিত্রে তাঁর অভিনীত ছবির নাম ছিল-বিন্দু থেকে বিত্ত।