নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শিপু ) : নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বন্দরবাসীর স্বপ্নের শীতলক্ষ্যা ৩য় সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে। ইতি মধ্যে চীনা কোম্পানীর সাথে চুক্তি হয়েছে। শীতলক্ষ্যা সেতু প্রয়াত নাসিম ওসমানের অবদান। সেতুমন্ত্রী গণমাধ্যমে এ কথা স্বীকার করেছেন। এ সেতুর নাম করণ করা হবে নাসিম ওসমান সেতু। আমরা ২ ভাই আগামী ২ বছরের মধ্যে নারায়ণগঞ্জ, বন্দবে ১ হাজার কোটি টাকার কাজ করব। শুক্রবার বিকেলে বন্দরের সমরক্ষেত্র ৭১ মাঠে শীতলক্ষ্যা ৩য় সেতু চুক্তি হওয়ায় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লেয়াতক হোসেন খোকা, মহিলা এমপি হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আনোয়ার হোসেন, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, জেলা জাতীয়পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের, মহানগর আওয়ামীলীগ নেতা এড. খোকন সাহা, শাহ নিজাম, এহসানুল হক নিপু, জাকিরুল ইসলাম হেলাল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহাম্মেদ, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, বন্দর যুবলীগ নেতা হাতেম খন্দকার, আনোয়ার হোসেন স্বপন, মহিলালীগ নেত্রী চম্পা বেগম প্রমুখ।