নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : রাব্বীসহ তার চেলা চামুন্ডারা ত্বকীর হত্যা কান্ডের ঘটনায় আজমীর ওসমানকে জড়িয়ে যেসব মিথ্যে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত কথা বার্তা বিভিন্ন সমাবেশে বলছে তা শুধুই ওসমান পরিবারকে অপরাধী বানানোর প্রয়াস। উল্লেখিত কথাগুলো বলেছেন, জাতীয় যুব সংহতির জেরা আহব্বায়ক রাজা হোসেন রাজা।
শুক্রবার বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক বিশাল প্রতিবাদ সভায তিনি আরোও বলেন, আমরা আজমীর ওসমানের পক্ষে কথা বললে সন্ত্রাসী হয়ে যাই। আর তারা কটুক্তি করতে করতে কবর থেকে মানুষ তুলে ফেললেও কিছু হয় না। সুশিল সমাজের কুশিল নেতা রফিউর রাব্বী নাকি শিক্ষিত ও জ্ঞানী ? আইন কানুন সম্পর্কে তার অগাদ ধারণা কিন্তু এতো জ্ঞানী হয়েও সে জ্ঞাণপাপীর মতো কাজ করছে ।
আইনগতভাবে যতক্ষন না পর্যন্ত কেউ দোষী প্রমান না হয় তাকে খুনী বলা যায় না। তবে কেন আজমীরী ওসমানসহ ওসমান পরিবারকে কুটক্তি ও হেনস্তা করা হচ্ছে। ত্যাগী নেতা নাসিম ওসমানের সন্তান আজমীর ওসমান কুটনৈতিক নয় বরং নিয়মতান্ত্রিক রাজনীতি করে। আমরা স্পষ্ট করে বলছি প্রতিবাদ যদি সন্ত্রাস হয় তবে সেই প্রতিবাদী ও প্রতিবাদকে আমরা যুব সমাজ স্যালুট জানাই।
উল্লেখ্য সভার আগে রফিউর রাব্বির প্রতিকৃতিসহ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে শহর প্রদক্ষিণ করা হয়। ওই সময়ে রাব্বির কুশপুত্তলিকা দাহ করা হয়। নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল এসে শহীদ মিনারে অবস্থান নেয়ার পর সভা শুরু হয়।
নগরীর ১১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি চঞ্চল মাহমুদ সহ সভায় যোগদানকারী বক্তারা বলেন, রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়াশে ওসমান পরিবারের বিরোধীতা করছেন রাব্বিরা। তিনি তার ছেলের লাশের বিনিময়ে ও লাশকে পুঁজি করে বড় নেতা হতে চাইছেন। আর যার প্রমান বিগত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে এমপি প্রার্থীতার জন্য নির্বাচন করতে চেয়ে ছিলেন । এমপি হওয়ার খায়েশে তিনি মনোনয়ন পত্র ও জমা দিয়েছিলেন কিন্তু বিধির বাম তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হওয়াতে তার সে খায়েশ বেস্তে গেছে।
মাহফুজুর রহমান মানিক বলেন, আজমীরী ওসমান আমাদের বার বার বলছেন এমন কিছু করবেন না যেন ওসমান পরিবারের সুনাম ক্ষুন্ন হয়। কিন্তু ধৈর্য্যের একটা সীমাও আছে। কিছু কিছু কুরুচিপূর্ণ মানুষ বেতনভুক্ত কর্মচারীদের মতো ওসমান পরিবারের দুর্নাম রচনা করে যাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, রহুল আমীন রহুল, নবী হোসেন নবী, আনোয়ার হোসেন আনু, আফসার উদ্দিন খোকন, নাসির, সুমন, হাসান, আরাফাত প্রমুখ।