ফতুল্লায় যন্ত্রদানব ট্রাকের চাপায় হোন্ডারোহী নিহত (সদ্য সংবাদ)

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ ফতুল্লায় বেপরোয়গামী  ট্রাকের ধাক্কায় মুসা নামের এক হোন্ডারোহী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০ টায় পাগলা মেরি এন্ডারসনের সামনে এ র্দূঘটনাটি ঘটে। যন্ত্রদানব ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।

প্রতক্ষদর্শীরা নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, নিহত হোন্ডারোহী হাফেজ মুসা পোস্তগোলা আইজী গেইট এলাকায় বসবাস করতেন। মুসার পিতার নাম মো: ইউনুস মিয়া। ফতুল্লায় মুসা তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে মুসার ব্যবহৃত (ঢাকা মেট্রো-এ-১১-২০৮৬) হোন্ডাটি দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পাগলা মেরী এন্ডারসনের সামনে বিপরীত দিক থেকে আসা মালবাহি বেপরোয়া একটি ট্রাক হোন্ডারোহী হাফেজ মুসাকে চাপা দেয়। পরে  ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়। রাতেই  মুসার আত্মীয় স্বজনরা লাশ উদ্ধার করে বাসায় নিয়ে গেছে।

add-content

আরও খবর

পঠিত