নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা স্বজন সমাবেশ ৩ ফেব্রয়ারী নগরীর খানপুর নিউ মেট্রো হল সংলগ্ন যুগান্তর জেলা কার্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা দেন দৈনিক যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহাম্মেদ। শুক্রবার সন্ধ্যায় নগরীর খানপুরস্থ নিউ মেট্রো হল সংলগ্ন যুগান্তরের জেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সাংবাদিক সহ স্বজন সমাবেশের সদস্যরা। উপদেষ্টাদের সর্ব সম্মতিক্রমে কমিটির অনুমোদন দেন স্বজনের প্রধান উপদেষ্টা রাজু আহাম্মেদ। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন প্রধান উপদেষ্টা : রাজু আহমেদ, যুগান্তর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, উপদেষ্টা পরিষদ : ১) মোবারক হোসেন খাঁন কমল, (সভাপতি, বন্দর প্রেস ক্লাব), ২) কামরুল ইসলাম সোহেল, (নিউজ পেপার অনার্স এসোসিয়েশন, সাধারণ সম্পাদক), ৩) আনিসুজ্জামান অনু, (সাধারণ সম্পাদক, ফতুল্লা প্রেসক্লাব), ৪) আলামিন তুষার, (যুগান্তর ষ্টাফ রিপোর্টার), ৫) হোসেন চিশতী শিপলু, (সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব), ৬) আব্দুল হাই মিলন, (যুগান্তর, রূপগঞ্জ প্রতিনিধি), ৭) আলামিন প্রধান, (যুগান্তর, ফতুল্লা প্রতিনিধি), সভাপতি : জাহাঙ্গীর ডালিম, সিনিয়র সহ-সভাপতি : রাকিবুল রকি, সহ-সভাপতি : মাসুদ রানা, সাধারণ সম্পাদক : খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক : মোঃ রুহুল আমিন, অর্থ সম্পাদক : মোঃ আলাল, সমাজ কল্যান সম্পাদক : এনামুল হক প্রিন্স, প্রচার সম্পাদক : ইকবাল হোসেন রোমেছ, দপ্তর সম্পাদক : হোসেন ফরহাদ, সাহিত্য সম্পাদক : অপু ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক : মোঃ ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা : নাহিদা আক্তার লিজা, ক্রীড়া সম্পাদক : আবুল কালাম আজাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : সঞ্জয় দত্ত, সদস্য : মৃত্যুঞ্জয় দত্ত, মোস্তফা কামাল সোহাগ, আলতাফ হোসেন রায়হান, আবুল খায়ের সিহাব, মোঃ রাসেল মৃধা, সুমন সরকার, শেখ সোহান। উল্লেখ্য একই দিনে নারায়ণগঞ্জ জেলা স্বজনের উদ্যোগে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নিউজ পেপার অনার্সের সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা সম্পাদক কামরল ইসলাম সোহেল- উপস্থিত ছিলেন দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক আঃ রহিম।