ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান বলেছেন, আমার নির্বাচনী এলাকায় ২০১৭ সালের মধ্যে উন্নয়ন করার মত কোন জায়গা খোঁজে পাওয়া যাবে না। মহান সৃষ্টিকর্তা সহায় থাকলে চলতি বছরের মধ্যেই ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমিও স্মরনীয় থাকতে চাই। এছাড়া ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক নিমূলসহ ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।  মঙ্গলবার দুপুরে এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা ইউনিট কমান্ডের কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফতুল্লার পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শামীম ওসমান উপরোক্ত বক্তব্যগুলো বলেন। তিনি তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, প্রতিটি পরিবারের দায়িত্বশীল অভিভাবকদের সচেতনতাই সন্তানদের মেধার উচ্চ শিখরে পৌছতে ব্যাপক ভুমিকা পালন করে। তাই প্রতিটি সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার জন্য পরামর্শ প্রদান করে। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

উক্ত স্কুলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক খন্দকার লুৃৎফুর রহমান স্বপন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন, ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ্ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চেীধুরী প্রমুখ।

এর আগে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এর আওতায় সড়কটির পূর্নবাসন কাজের উদ্ধোধন করেন তিনি।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত