ফতুল্লায় একই পরিবারের ৮ জনের ইসলাম ধর্ম গ্রহণ

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : ফতুল্লা উপজেলার দক্ষিণ শিয়াচর এলাকার একই পরিবারের ৮ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্যে তিনজন রোববার আনুষ্ঠানিকভাবে নোটারি পাবলিকের মাধ্যমে নাম ও ধর্ম পরিবর্তন করেন। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে ওই শুনানি অনুষ্ঠিত হয়। ধর্মান্তরিত হয়েছেন- সাফল্য সরকার যার বর্তমান নাম মোহাম্মদ ওসমান গনি (৫৪) ও তার মেয়ে রিয়া রানী সরকার যার বর্তমান নাম মোসাম্মদ হালিমা আক্তার (২১), প্রিয়া রানী সরকার যার বর্তমান নাম আয়েশা আক্তার (১৮), প্রীতি রানী সরকার যার বর্তমান নাম মোসাম্মদ ফাতেমা আক্তার (১৩), প্রীয়ন্তী রানী সরকার যার বর্তমান নাম মোসাম্মদ খাদিজা আক্তার (১০), জুই রানী সরকার যার বর্তমান নাম মোসাম্মদ আমেনা আক্তার (৮)।

আদালতে অপ্রাপ্ত বয়স্কদের পক্ষে আবেদন করেন বাবা ওসমান গনি। এছাড়াও শ্রাবণ সরকার যার বর্তমান নাম মোহাম্মদ আব্দুল কাদির (৪) রাখি রানী সরকার যার বর্তমান নাম উম্মে হাবিবা(২)- এ দু’জনের পক্ষে আবেদন করেন তাদের মা হালিমা আক্তার।

আদালত প্রাপ্তবয়স্ক তিনজনের আবেদন গ্রহণ করেন। এছাড়াও আদালত জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের ইসলাম ধর্ম গ্রহণ হলে বাকি সন্তানরাও একই ধর্মে অনুসারী হয়ে যায়।

অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা জানান, একই পরিবারের আটজন আবেদন করলে আদালত তিনজনের আবেদন গ্রহণ করেছেন। আর বাকিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালত তাদের আবেদন গ্রহণ করেননি। তবে অপ্রাপ্তরা পরিবারের সঙ্গে ইসলাম ধর্মে অনুসারী হলে তাতে কোনো সমস্যা নেই। হিন্দু ধর্ম থেকে তারা সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত