নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ): নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীণ হাজীগঞ্জ এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার ইসলাম বাবু (৩২) নামে একজন নির্মাণ মিস্ত্রী খুন হয়েছেন। জানা গেছে, ২৭ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ৮টায় এলাকায় মাদক বেচাকেনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, নিহত আনোয়ার ইসলাম বাবু হাজীগঞ্জ পেপার মিল এলাকার আজিজ হাওলাদারের ছেলে। তিনি ছিলেন পেশায় একজন নির্মাণ মিস্ত্রী। বাবুর সঙ্গে এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয় একটি গ্রুপের সাথে র্দীঘদিনের বিরোধ রয়েছে। শুক্রবার রাতে হাজীগঞ্জ পেপার মিলের কাছে জনৈক মালেক মিয়ার দোকানের সামনে দুগ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকেরা বাবুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানায়, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা আইনাননুগ ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা যাবে।