নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ২০১৭-২০১৮ ইং সনের জন্য ফতুল্লা রিপোর্টাস ইউনিটির কার্য্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২২ জানুয়ারী রোববার বিকালে ফতুল্লা মডেল থানা সংলগ্ন আমির সুপার মার্কেট ভবনের উক্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে দ্ধি-বার্ষিকী সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে ২০১৭-২০১৮ ইং সনের জন্য প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম নুরুকে সভাপতি (কুয়াকাটা নিউজ ডটকম) এবং মোঃ সোহেল আহাম্মেদকে সাধারন সম্পাদক করে (দৈনিক যুগের চিন্তা) ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এছাড়াও উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোঃ গোলাম সুবজ (দৈনিক ভোরের কথা), সহ-সভাপতি শহীদুল্লাহ রাসেল (দৈনিক সোজা সাপটা), সহ-সভাপতি উত্তম সাহা (দৈনিক অগ্রবানী প্রতিদিন), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ খোকন প্রধান (ঢাকা হেড লাইন্স), সাংগঠনিক সম্পাদক রনি কুমার দাস (দৈনিক অগ্রবানী প্রতিদিন), কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন চেীধুরী (দৈনিক ভোরের কথা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম কামরুল ইসলাম অপু (কুয়াকাটা নিউজ ডটকম), প্রচার সম্পাদক মামুনুর রশীদ মুন্না (দৈনিক জন্মভূমি), দপ্তর সম্পাদক সেলিনা আক্তার সোনালী (দৈনিক ইয়াদ)। উক্ত সংগঠনে কার্য্যকরী সদস্য হিসেবে রয়েছেন মিল্টন চৌধুরী, এবায়েদুল্লা, মাসুদ রানা, জুয়েল রানা, মোঃ লিটন হোসেন এবং মোঃ সুলতান।