নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আমি মেয়র র্নিবাচিত হই বা না হই সব সময় মানব সেবা করে যেতে চাই। ২০১৫ সালে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপচার চালিয়েছে কিন্তু আল্লাহর রহমতে তারা আমার কোন ক্ষতি করতে পারেনি। উল্লেখিত কথাগুলো বলেছেন , নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি । সোমবার বিকেল ৪টায় বন্দরের নাসিক ১৯নং ওয়ার্ডে শান্তিনগর এলাকায় সড়ক ও আর.সি.সি. ড্রেন ও রাস্তা নির্মান কাজের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, অচিরেই মদনগঞ্জ কবরস্থানের বাউন্ডারী দেয়াল র্নিমান করা হবে। শান্তিনগর এলাকায় সিটি করর্পোরেশনের নিজেস্ব কোন জায়গা নেই। আপনারা যদি জায়গা দেন আমি আপনাদের এলাকায় র্গালস স্কুল করে দিব । লক্ষারচর এলাকায় বিনোদনের জন্য একটি র্পাক করে দিব । সোমবার নাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সভাপতিত্বে রাস্তা নির্মান কাজের শুভ উদ্ধোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ হোসেন, নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলার আলহাজ্ব হান্নান সরকার, নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলার সুলতান আহাম্মেদ, নাসিক ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলার রেজয়ানা হক সুমী, বন্দর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খুরশিদ আলম সাগর, শান্তিনগর পাঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিল উদ্দিন, লক্ষারচর দক্ষিনপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি এজাহার হোসেন, ইসলামপুর পঞ্চায়েত কমিটির সভাপতি হাবিব আহাম্মেদ সরদার, পিএম রোড পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুল হক মাতবর, নূরনবী জামে মসজিদ কমিটির সভাপতি হাজঅ আমজাদ হোসেন, মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন জসু, একই ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, মদনগঞ্জ বাজার জামে মসজিদের সভাপতি জয়নাল আবেদীন, কেন্দ্রী চলচিত্রলীগের নেতা দেলোয়ার হোসেন মদিল, সমাজ সেবকরমজান মিয়া, ইয়াকুব মিয়া, আনিছুর রহমান ধনু, নাজিম উদ্দিন খান, আলাউদ্দিন দেওয়ান, হাজী মানিক মাহামুদ ও নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর সচিব মোঃ শাখাওয়াত হোসেন রিয়াদসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।