হাউজের পানিতে ডুবে মায়ের মৃত্যু-তাকিয়ে আছে শিশু রিফাত ও সিফাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে পাঁচ বৎসর বয়েসের শিশু রিফাত ও তার আড়াই বৎসর বয়েসের ছোট ভাই সিফাত চিৎকার করছে মায়ের জন্য । বারবার মায়ের দিকে এগিয়ে যেতে চাইছে কিন্তু ওর মা’র নিথর মৃত দেহ পড়ে আছে খাটের উপর কিন্তু অবুঝ এ দুই শিশু জানে না, বা বুঝতে পারছে না ওর মা চলে গেছে না ফেরার দেশে। এ দৃশ্য উপস্থিত সবার মন কে কাঁদিয়ে দেয়। স্বজনদের চিৎকারে পরিবেশ ভাড়ি হয়ে উঠে। হৃদয় বিদয়ক এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর গড়িয়ে পড়ন্ত বিকালে ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকায়। বাড়ীর হাউজের পানিতে ডুবে নিহত হয় রুমা-২২ নামের এক গৃহবধ’ুর ।
দু’সন্তানের জননী নিহত রুমা’র পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায় , দুপুরের রান্না শেষ করে  বেলা প্রায় ৩ টার দিকে থালা-বাসন ধুতে কলপাড় যায় এর পর আর ঘরে ফিরে নাই সে। পাশ্ববর্তী ভাড়াটিয়া ফারজানা থালা বাসন ধুতে কলপাড় এসে দেখে হাউজের পানিতে রুমাদের জগটি ভাসছে এতে তার সন্দেহ হয় এরপর সে হাউজের ভিতরে উঁকিদিয়ে দেখে পানিতে ডুবন্তবস্থায় রুমার দেহ নিথর অবস্থায় পড়ে আছে। ফারজানা লাশ দেখে চিৎকার দিলে ঘটনাস্থলে বাড়ির অন্যান্নরা ঘটনাস্থলে ছুঁটে আসে কিংকর্তব্যবিমুড় হয়ে পড়ে।
প্রত্যক্ষ দর্শীরা নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায় , ফারজানা’র চিৎকার শুনে ঘটনাস্থলে বাড়ীর ও পাশ্ববর্তী লোকজন ঘটনা স্থলে এসে পানি থেকে রুমা’র দেহ উপরে তুলে আনারপর দেখে রুমা চলে গেছে না ফেরার দেশে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এলাকার লোক জন সহ রুমার স্বজন’রা ছুঁটে আসে । খবর দেয়া হয় রুমার স্বামীর কাছে। স্ত্রীর মৃত্যুর খবর শুনে দ্রুত বাড়ীতে চলে আসে রুমার স্বামী রাসেল। এক নজর রুমার লাশ দেখতে ছুঁটে আসে শত শত লোক। রুমার স্বামী রাসেল জানান নিহত রুমা ছিলেন মিরকি রোগাক্রান্ত । এর আগে পরপর দুই বার সে এ রোগাক্রান্ত হয়ে জলন্ত গ্যাসের চুলার উপড়ে পড়ে গিয়ে আহত হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত