বছরের শুরুতেই দ্বিতীয়বারের মত আবারও ভূমিকম্প

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার ৪ জানুয়ারী দিবাগত রাত ১২:৪৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ইংরেজী নতুন বছরের শুরুতে এ নিয়ে দ্বিতীয়বারের মত হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় কয়েক সেকেন্ডের জন্য আতঙ্কিত হয়ে পড়ে সাধারন মানুষ । ভূমিকম্পের টের পেয়ে অনেকেই  বাসা-বাড়ি  থেকে রাস্তায় নেমে আসে।  প্রাথমিকভাবে ভূমিকম্পে তেমন কোন বড় ক্ষয়ক্ষতির সংবাদ এখনও পাওয়া যায়নি।

ইউএসজিএস এর তথ্যানুসারে জানা যায়,  রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ১ মাত্রার। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের মাওলাইক, সাগাইন থেকে ৩৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ২ কিলোমিটার।

প্রসঙ্গত, ৩ জানুয়ারী বুধবার বিকাল ৩: ১০মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। সূত্রে মতে জানা যায়, ঐ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা। উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত