নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় সোমবার বিকেলে ঠেলাগাড়ি চাপায় কৃষ্ণা চন্দ্র দে (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। কৃষ্ণা চন্দ্র দে শহরের শীতলক্ষ্যা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে। তার বাবার নাম পলাশ চন্দ্র দে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টায় ঠেলাগাড়ি নিয়ে নিতাইগঞ্জে একটি মালামাল নিয়ে যাওয়ার সময়ে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পাশের ড্রেনে পড়ে যায়। ওই সময়ে ঠেলাগাড়ির চাপে আঘাত পেয়ে কৃষ্ণা গুরুতর আহত হয়। তাকে পাশের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নাজমুল আলম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।