নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : পুণ:বিজয়ের আনন্দে বিজয় দিবসের এই দিনে মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা স্বীকার করছি আমার নির্বাচনী এলাকার প্রত্যেক ভোটারসহ সকল জনগনের কাছে। সৃষ্টিকর্তার খাস রহমত, মা-বাবার দোয়া এবং আমার রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের আদর্শ আজ আমাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। যে কারনে আজকের এই আনন্দের দিনে আমি প্রথমে আমার পিতা মরহুম হাজী হানিফ এবং পরে রাজনৈতিক জনক আলহাজ্ব নাসিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কবর জিয়ারত করলাম। কথাগুলো বলেছেন ২২ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পুণ:নির্বাচিত ঘুড়ি প্রতীকের বিজয়ী মোঃ আফজাল হোসেন।
প্রয়াত দুই অভিভাবকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আফজাল বলেন, পিতার ঔরষে জন্ম মা ও ভাই বোনের স্নেহমায়া মমতা আর শিক্ষা শাসনে মানুষ এবং পিতৃতুল্য প্রয়াত নেতা আলহাজ্ব নাসিম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের জনগনের বর্তমান অভিভাবক ও অসহায় জনতার সুখ দুঃখের সাথী, জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম ওসমান, বিশ্ব বাঙালী’র কাছে সর্বাধিক পরিচিত অন্যতম এক দক্ষ রাজনীতিবিদ, নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান ও আমার মায়ের মত ভাবী পারভীন ওসমান, নাসরিন ওসমান ও সালমা ওসমান লিপিসহ ওসমান পরিবারের প্রত্যেক সদস্যের কাছে আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, যার হাত ধরে আমার রাজনৈতিক পথচলা আমার সেই রাজনৈতিক শিক্ষাগুরু আলহাজ্ব নাসিম ওসমান বেঁচে থাকলে আজ অনেক খুশী হতেন। আমার এই বিজয়ে আমিও অনেক বেশী তৃপ্তি পেতাম। তবে তাঁর নীতি এবং আদর্শকে সামনে রেখে এই জনসেবার পথ চলছি। এক্ষেত্রে আমি সার্বিক সহযোগীতা পাচ্ছি এবং আরো বেশী প্রত্যাশা করছি আমার এমপি আলহাজ্ব একেএম সেলিম ওসমান এবং অসাধারণ রাজনীতিবিদ, রাজপথের অত্যন্ত প্রজ্ঞাবান মহপুরুষ জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের কাছে। আমি বিশ্বাস করি তাঁরা আমাকে নাসিম ওসমানের মতই আন্তরিক ভালবাসা এবং আদর শাসনে আগামী দিনগুলিতে সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করবেন। সেই সাথে আমার নির্বাচনী এলাকার সকলের কাছে আন্তরিক প্রত্যাশা এলাকার অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়নে তারা যেন আমাকে সার্বিকভাবে সহায়তা করেন।
কাউন্সিলর আফজালের পরিচয় শুধুই একজন জনপ্রতিনিধি নয়। রাজনৈতিক মতাদর্শে তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির একজন যুগ্ম আহ্বায়ক তথা একজন বলিষ্ঠ রাজনীতিবিদ। যে কারনে তিনি দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক জীবনের সকল ভুল-ত্রুটিকে পেছনে ফেলে সার্বিক শুদ্ধতায় আমৃত্যু জনসেবায় নিয়োজিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
গতকাল বিকেলে নবীগঞ্জ বাগ-ই-জান্নাত কবরস্থান মসজিদে আসরের নামাজ আদায়ের পর বাবার কবর এবং এরপর নারায়গঞ্জের মাসদাইর কবরস্থান জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর তিনি তাঁর জীবনের সবচেয়ে প্রিয় এবং পিতৃতুল্য শিক্ষাগুরু আলহাজ্ব নাসিম ওসমানের কবর জিয়ারত করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, তাঁর সহোদর ভাই মোহাম্মদ হোসেন, মোহাম্মদ নুর হোসেন, হাজী মোঃ দেলোয়ার হোসেন, রাজনৈতিক সহকর্মী মোঃ মাহাবুবুল সিকদার, রহমত আলী, মোঃ কামাল হোসেন, মোঃ মকবুল হোসেন, মোঃ আলম, মোঃ হোসেন, মোঃ লিটন, হাজী হালিম, অপু, নাজমুল, সামসু,সুমন, পাপ্পু, কালু, আলী আহমদ, জুয়েল, মিকাত, সাদ্দাম, সিফাত ও আমীর হোসেন প্রমূখ।