নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৯ নং ওয়ার্ডে দ্বীতিয়বারের মত ফের নির্বাচিত হতে পারেন সফল কাউন্সিলর ইস্রাফিল প্রধান এমনটাই ধারনা করছেন স্থানীয়রা। এমনই চিত্র দেখা গেছে বুধবার সারাদিন নাসিক ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে।
জানা গেছে, গত ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আপেল প্রতীক নিয়ে বেরসরকারীভাবে নির্বাচিত হয়েছিলেন ইস্রাফিল প্রধান। তিনি জনগনের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পুরোটাই পালন করার চেষ্টা করেছেন। তবে কোন মানুষই জনগনের শতভাগ চাওয়া-পাওয়া পরিপূর্ন করতে পারেন না, কিছু না কিছু বাদ থেকে যায়। তবে ৯নং ওয়ার্ডবাসী যদি আবারো তাকে সুযোগ দেন তাহলে হয়ত শতভাগ উন্নয়ন করা সম্ভব হবে এমন দাবী ইস্রাফিল ভক্তদের। গত ৫ বছরে উক্ত এলাকার রাস্তা-ঘাটা, ড্রেনেজ ব্যবস্থা, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন তিনি। এ উন্নয়নের ধারাবাহীকতা ধরে রাখতে আরও একবার সকলের কাছে সুযোগ চেয়েছেন তিনি। বিগত দিনে তিনি ৯নং ওয়ার্ডের কোন জমি দখল,টাকার বিনিময়ে শালিসি,ঝুট ব্যবসা,প্রভাব বিস্তার ও থানা পুলিশের মাধ্যমে হয়রানি করে বানিজ্য করেননি। এছাড়া নির্দোষ ব্যক্তিকে দোষী সার্বস্ত করা ও অসহায় মানুষকে অহেতুক হয়রানি না করে বর্তমানে আলোচনায় রয়েছেন তিনি। আর এসকল কারনেই তিনি পূনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারেন এমনটাই ধারনা উক্ত এলাকার সাধারন মানুষের। এবারের নাসিক ৯নং ওয়ার্ডে তিনি মিষ্টি কুমরা মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন।
ইস্রাফিল সম্পর্কে স্থাণীয়দের সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর থেকে আমাদের ওয়ার্ডের কান্সিলর অনেক ভাল। তিনি শান্তি প্রিয়,নম্্র-ভদ্র ও মিষ্টভাষি। তার মধ্যে নেই হিংসা-বিদ্বেষ ও অহংকার। এছাড়া বিগত ৫ বছরে তিনি কোন জমি দখল, সাধারন মানুষকে অহেতুক হয়রানি, টাকার বিনিময়ে পাতানো শালিসিসহ কোন অনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন না। তাই তিনিই এবারের নির্বাচনে আবারো হতে পারেন কাউন্সিলর এমনাটাই শোনা যাচ্ছে ৯নং ওয়ার্ডের বিভিন্ন মানুষের মুখে। অনেকটা প্রকাশ্যেই বলাবলি করছেন তারা।
কাউন্সিলর র্প্রাথী ইস্রাফিল প্রধানের সাথে একান্ত সাক্ষাতকালে তিনি জানান, বিগত ৫ বছর আগে জনগনের ভোটেই আমি কাউন্সিল হিসেবে নির্বাচিত হয়েছিলাম। এবারো জনগন যদি মনে করেন তাদের জন্য কাজ করেছি তবে তারাই আমাকে পূনরায় নির্বাচিত করেবন বলে তার একান্ত বিশ্বাষ রয়েছে। তবে কেউ কেউ আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে নির্বাচন অফিসারের নিকট মিথ্যা অভিযোগ দিচ্ছে। তবে ঐসকল মিথ্যা অভিযোগ প্রমানিত হয়নি।