নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী আবুল কাউসার আশা বলেছেন, আমার বাবা আবুল কালাম সাবেক এমপি, বর্তমান বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল তিনি আমার চাচা। এছাড়াও আমাদের পরিবারেরই অখীল উদ্দিন, সামসুল করীম ওনারা সকলেই জনসেবা করে গিয়েছেন। আর সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় সেবা দিয়ে মানুষের পাশপাশি থাকার জন্যই মূলত আমি নির্বাচনে অংশ নিয়েছি। বুধবার ৭ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
আগামী ২২ ডিসেম্বর নাসিক নিবাচনে এই ওয়ার্ডে মোট ৭ জন কাউন্সিলর পদ প্রার্থী রয়েছেন। তারা হলেন, লাটিম প্রতিকে সাইফুদ্দিন আহম্মেদ দুলাল, জসিমউদ্দিন ভূইয়া প্রতিক করাত, আবুল কাউসার আশা ঝুড়ি প্রতিকে, হাজি নুরুল ইসলাম টেলু, নুরুল ইসলাম প্রতিক ঘুড়ি, রাহাত মিয়া ঠেলাগাড়ি প্রতিকে। সবকিছু মিলিয়ে ওর্য়াডবাসীর চাওয়া পাওয়াকে সামনে রেখে প্রতিশ্রুতি নয় বাস্তবায়নমুখী কর্মকান্ডে নিজের সার্বিক প্রচেষ্টায় অগ্রনী ভূমিকা রাখার প্রত্যাশ্যা ব্যাক্ত করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, দলীয় নয় র্নিদলীয়ভাবে মানুষের তরে কাজ করতে চাই। রাজনীতি থাকবে কিন্তু তার নামে কোন প্রতিহিংসা থাকবেনা। আমরা সকলেই উচ্চ শিক্ষার উপর অনেকটাই অগ্রগতি মনোভাব রাখি। যা প্রকৃত শিক্ষার গুনগত মানকে আর ডালাওভাবে দেখা হয়না। তাই আমি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর জোর দিব। কারন এটাই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি প্রস্তর। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করার মাধ্যমে নেতীবাচক ধারনা আনার চেষ্টা করব।
তাছাড়াও যুব সমাজের উন্নয়নে যথাযথ ভুমিকা রাখব। কারন এই ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। মাদকের ভয়াল ছোবলে আজ ধ্বংসের কবলে চলে যাচ্ছে আমাদের যুব সমাজ। এছাড়াও সুপিয় পানির অভাব দূরিকরনেও আমি কাজ করবে। একজন কাউন্সিলরের একটা লিমিটেশন আছে যার বাহিরে কাজ করার সার্মথ থাকেনা। এই ওর্য়াড থেকে হাজারো মানুষ ৫নং ঘাট দিয়ে পারাপার হয়ে থাকে। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় যে, এই ঘাটে স্থায়ী কোন জেটী নেই। আমি সেখানে স্থায়ী একটি জেটীর ব্যবস্থা করে দিব। কাউন্সিলরের সীমাবদ্ধতার মধ্যে আমার যতটুকু করনীয় আমি সেই প্রত্যয় রেখে সকলের সহযোগীতা কামনা করছি এবং ঝুড়ি প্রতিকে আমাকে জয়যুক্ত করার জন্য সকলকে অনুরোধ করছি। ৫ বছর একজন কাউন্সিলরের জন্য অনেক সময়, আমি আমার প্রচেষ্টায় এর মধ্যেই সাফল্য র্অজন করব ইনশাল্লাহ।