দুই প্রতীকে র্নিবাচন- ভোটের অধিকার হরন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন : সাখাওয়াত

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচন-২০১৬ উপলক্ষ্যে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনিত প্রার্থী এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিলকালে তার সাথে উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকার, সাধারন সম্পাদক কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম, নগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল প্রমুখ।

সাখাওয়াত হোসেন বলেন, বাংলার মানুষের যে আশা আকাঙ্খা ছিল তা নারায়ণগঞ্জ থেকে পূরণ হবে। আজকে সিটি নির্বাচনে আমার প্রতিপক্ষের ( আইভী ) যোগ্যতা যতটুকু আছে, তার চেয়ে আমার যোগ্যতা কম নেই। আমি নারায়ণগঞ্জ বাসীর সুখে দু:খে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। নারায়ণগঞ্জে দুইটি প্রতীকে  র্নিবাচন হচ্ছে। একটি হচ্ছে মানুষের ভোটের অধিকার হরন করার প্রতীক। আরেকটি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের প্রতীক।

নারায়ণগঞ্জ নগর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক সাখাওয়াতকে এ নির্বাচনে লড়তে হবে বর্তমান মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে।

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের সিটি করর্পোরেশন নির্বাচন উপহার দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নির্বাচনে মেয়র পদে বহাল থেকে নির্বাচন করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশিন (ইসি)।  নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনের জন্য ইসির জারি করা এক বিশেষ পরিপত্র থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে ইসির ঘোষনাকৃত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর, যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্র্ত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হবে। মনোয়নপত্র সংগ্রহ আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত