নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জে কামরুজ্জামান রাজিব নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম। ২৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় ঐ মাদক ব্যবসায়ীকে এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত কামরুজ্জামান রাজিব রূপগঞ্জ সদর ইউনিয়নের হঠাৎ মার্কেট এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন মিয়াজী জানান, কামরুজ্জামান রাজিব দীর্ঘদিন ধরে উপজেলার বাগবের, হঠাৎ মার্কেটসহ বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। বুধবার বিকালে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় হঠাৎ মার্কেট লতারটেক এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় ঐ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমানিত হয়। আদালত ঐ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।