নারায়ণগঞ্জ বাতা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু ও পুষ্টি সেবা কার্যক্রম বাস্তবায়ন মনিটরিং বিষয়ক কর্মশালা বুধবার সকালে না.গঞ্জ সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ বসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার অতিরিক্ত সচিব ও পরিচালক শেখ মোঃ শামীম ইকবাল। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ দেলোয়ার হোসেন। রিসোর্স পারসন হিসাবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিকল্পনা ইউনিটের রিসার্চ কর্মকর্তা পীযুষ কান্তি দত্ত ও প্রোগ্রাম ম্যানেজার আফরোজা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা সহকারি পরিচালক (সিসি) সৈয়দা তাজনীম ওয়ারিশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়।