সোনারগাঁয়ে কবরস্থানে যাওয়ার জন্য বাঁশের সাকোর বদলে পাকা ব্রীজ করলেন এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের ছোট সাদিপুর , চেঙ্গাভিটা ও বলেশ্বর সহ চারটি এলাকার মানুষ মারা যাওয়ার পর  দাফন কাজ সম্পন্ন করার জন্য কবরস্থানে যেতে হতো বাঁশের সাঁকো বেয়ে, একটা লাশের দাফন কাজ সম্পন্ন করার জন্য বাশেঁর সাকো দিয়ে লাশ বহন করে কবরস্থানে নেয়াটা খুবই ভয়াবহ কাজ কারণ একটু ফসকে গেলেই খালের পঁচা পানিতে সবাই। উল্লেখিত এলাকাবাসীর প্রধাণ সমস্যাই ছিলো এটি।

দেশ স্বাধীনের পর থেকে  উল্লেখিত এলাকাবাসী তাদের প্রধাণ সমস্যাটির সমাধানের জন্য বেশ কয়েকজন জনপ্রতিনিধির কাছে সম্মিলিত ভাবে গিয়ে একাধিক বার আবেদন নিবেদন করেও  তার সমাধান করতে পারেননি। মাত্র পাঁচ মাসের মধ্যে সে সমস্যার সমাধান করে মানুষের দীর্ঘ প্রত্যাশিত আশা পূরণ করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।
উপজেলার মোরগাপাড়া ইউনিয়নের আওতাধীন উল্লেখিত গ্রাম গুলোর মানুষদের প্রাণের দাবী ছিলো চেঙ্গাভিটা ও বলেশ্বর সংযোগ সেতুর। বিগত পাঁচ মাস আগে উক্ত এলাকায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যাওয়ার পর এলাকাবাসী তাদের দাবীটি জানালে উত্তরে লিয়াকত হোসেন খোকা এমপি এলাকাবাসীকে বলে আসেন আল্লাহ রাব্বুল আল আমিনের হুকুম হলে আপনাদের দাবীটি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই পূরণ হবে।

এরপর মাত্র পাঁচ মাসের মধ্যে বাঁশের সাকোর স্থানে পাকা ব্রীজ র্নিমাণ করেন এবং ২১ নভেম্বর সোমবার বিকালে সে পাকা ব্রীজটির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন । বিশেষ কাজে ব্যাস্ত থাকার কারণে উদ্ধোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপস্থিত থাকতে পারেননি তবে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার , মোরগাপাড়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, ওয়ার্ডের মেম্বার মানিক,  ছাত্রলীগের থানা সভাপতি রাসেল, মোজাম্মেল কবির,  যুবসংহতির সদস্য সচিব মইনুল ইসলাম, কাজী নাজমুল ইসলাম লিটু, গাজী শাহিন,  মহিউদ্দিন , রাজিব, রাকিব, ফজলুল হক মাষ্টার, রুৎফর রহমান তোতা, কামাল হোসেন বাদল, বুলবুল, অহিদ ও  যুবসংহতির প্রচার সম্পাদক মো: শহিদ হোসেন প্রমূখ ।

এরপর শম্ভুপুরা ইউপি অফিস নবীনগর হোসেনপুর বাজার ভায়া চলারচর ২০৬০ মি: রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয় । সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপির র্নিদেশে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন শম্ভুপুরা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। মেসার্স করিম এ্যান্ড করিম এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করার দায়িত্বে রয়েছেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত