সিটি নির্বাচনে আইভীর প্রতিদন্ধি সেলিম ওসমান !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর একমাত্র প্রতিদন্ধি হতে পারেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এমটাই মনে করছেন জেলার সচেতন মহল। আইভী একটানা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি করর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার প্রতিদন্ধি হিসেবে দেশের অন্যান্য দলের মধ্যে রয়েছে বিএনপি ও জাপা। কিন্তু নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও প্রার্থী দেয়ার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত দিতে পারেনি দল দুটি।

এ কারনে সিটি নির্বাচনের প্রতি গুরুত্ব হারিয়ে ফেলতে শুরু করেছে ভোটাররা। নদীর স্রোতের ন্যায় সময়ও ফুরিয়ে যাচ্ছে। কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন আ:লীগের একমাত্র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। যদিও অখ্যাত কয়েকটি দলের পক্ষ থেকে মনোনয়ন ক্রয় করা হয়েছে। কিন্তু তাদের অবস্থান একেবারেই হিসেবের বাহিরে । একারনেই দলমত নির্বিশেষে ওসমান পরিবারের একমাত্র ভরসা সফল ব্যবসায়ী ও বর্তমান নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব একেএম সেলিম ওসমান। তিনি যদি নাসিক মেয়র প্রার্থী হিসেবে আইভীর বিপক্ষে প্রতিদ্বন্দ্ধিতা করেন তাহলে হয়ত বিজয় অনিবার্য। আর এ বিজয়ের মাধ্যমে ওসমান পরিবারের হারানো রাজনৈকি কেরিয়ার ফিরে পেতে পারেন বলেও অনেকের ধারনা। কেন না শামীম ওসমান ও আভীর রাজনৈকিত খেলায় প্রত্যেক ক্ষেত্রেই হেরে গেছেন ওসমান পরিবারের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান। মনোনয়ন নিয়ে তিনি যে অপরাজনীতি করেছেন তা এখন দেশের সর্বস্থরের মানুষতো জানেনই সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও খুব ভালো করে আবগত রয়েছেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী এই নির্বাচনকে অত্যান্ত গুরুত্বের সাথে দেখছেন। আর এ নির্বাচনের বিষয় নিয়ে অভ্যন্তরিন কোন্দল মেটাতে আইভী, শামীম ওসমান আনোয়ার, মজিবর ও রশীদকে কেন্দ্রে জরুরী তলব করা হয়েছে। -এর পরেও কী শামীম ও আইভীর দ্বন্দ মিটবে- এমন প্রশ্ন এখন জনমনে। আর এই প্রশ্নের সমাধান সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিয়েছেন। এর পরেও জেলার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের হারানো ঐতিহ্য বা ইমেজ ফিরিয়ে আনতে হলে সেলিম ওসমানকেই এর সুষ্ঠ সমাধান খুজতে হবে বলে মনে করেন সাধারন মানুষ ও জেলার সচেতন নাগরিক। তাই ওসমান পরিবারের একমাত্র ভরসা সেলিম ওসমানকেই নিতে হবে কঠোর সিদ্ধান্ত। সেলিম ওসমানকে সে সিদ্ধান্ত নিতে হবে ইসি ঘোষিত স্বল্প সময়ের মধ্যে। কেন না ইসির ঘোষিত নাসিক নির্বাচন তফসীলে  মনোনয়ন সংগ্রহের শেষ সময় বৃহস্পতিবার ২৩ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের সিটি করর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর, বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। ভোট গ্রহণ ২২ ডিসেম্বর।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত