নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর আওতাধীন সকল প্রকার অবৈধ পরিবহন স্ট্যান্ড ১০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অবৈধ স্ট্যান্ড স্থাপনায় সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর দায়ের কৃত একটি রীটের প্রেক্ষিতে ২১ নভেম্বর সোমবার উচ্চ আদালতের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেব নাথের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানী করেন, ব্যারিস্টর নুর-উস সাদিক। তিনি জানান, গত ২৮ ডিসেম্বর অবৈধ পরিবহন স্ট্যান্ড উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। কিন্তু ঐ চিঠির ভিত্তিতে কোন ধরনের আইনগত ব্যবস্থা না নেয়াতে উচ্চ আদালতে রীট করেন আইভী।
তিনি আরও জানান, এই আদেশ কার্যকর করে আদালতে প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কে বলা হয়েছে।