নীট কনসার্ণ প্রিমিয়ার ক্রিকেট লীগে রাইফেল ক্লাব হারিয়েছে ইসদাইর চন্দাকে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোটর্স রিপোর্টার ) :  বিশাল ব্যবধানে জয় পেয়েছে রাইফেল ক্লাব। ১৪৪ রানের ব্যবধানে তারা জিতেছে ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। তাদের মেহরাব জুনিয়র ৬ রানের জন্য সেঞ্চুরি পায়নি। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নীট কনসার্ণ গ্রুপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৫-১৬ এর এটি ৪র্থ খেলা। টসে জিতে রাইফেল অধিনায়ক ইমন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এ ম্যাচ খেলতে আসা জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফুল ৩রানেই ফিরে গেছেন সাজ ঘরে। অধিনায়ক ইমন ৮২ রানে আউট হলেও মেহেরাব জুনিয়র দলকে বড় স্কোরে নিয়ে যান। পারভেজ ৩০, আমান ২৯ রান করেন। ইসদাইর চন্দার ইমরান ৩টি এবং সোহাগ ২টি উইকেট পান। কঠিন টার্গেটে হিমসিম খায় ইসদাইরের দলটি। তারা ১২৬ রানে সবাই আউট হয়ে যায়। একা অধিনায়ক ওমর ফারুক সোহাগ দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন। বিকি ১৭ এবং রানা ১৪ রান করেন। আশরাফুল ব্যাটে না পারলেও বল হাতে পেয়েছেন ৪ উইকেট। সিদ্দিক পান ৩টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ রাইফেল ক্লাব : ২৭০/৯ (৫০ ওভার) মেহেরাব জুনিয়র-৯৪*, ইমন-৮২, পারভেজ-৩০, আমান-২৯। অতিরিক্ত-১৮। ইমরান-৩/৫৪, জাভেদ-২/৪০।

ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব : ১২৬/৯ (৩৮ ওভার) ওমর ফারুক সোহাগ-৫৭, বিকি-১৭, রানা-১৪। অতি : ৯। আশরাফুল-৪/৩৪, সিদ্দিক-৩/১৯।

পরবর্তী খেলা : নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও সামসুজ্জোহা স্মৃতি একাদশ। ২২ নভেম্বর, সকাল : ৯টায়। স্থান: ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত