নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মনজুর আহমেদ অনিক ) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,হুমকি ধামকি আর মামলার ভয় দেখিয়ে শহীদ জিয়ার সৈনিকদের রাজপথে থেকে দূরে রাখতে পারবেনা। সঠিক সময় বেগম খালেদা জিয়ার আহবানে রাজপথ দখলে নিয়ে গনতন্ত্র পূর্ণউদ্ধার করবে। এ দেশের রাষ্ট্রক্ষমতায় গ্রহণ করবে। তিনি আরো বলেন,এ নাসিক নির্বাচন হলো আমাদের জাতীয় নির্বাচনের প্রস্ততি। জাতীয় নির্বাচনের প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। সরকারের জুলুম অত্যারের বিরুদ্ধে বিএনপি’র প্রার্থীরা বিজয় হলেই,ক্ষতামীনদের মনে চির ধরার প্রথম ধাপ। তিনি বৃহস্পতিবার রাতে তার বাস ভবনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নাসিক ১০টি ওয়ার্ডে বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নাসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাচাই করা নিয়ে মত বিনিময় সভায় এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,সিদ্ধিরগঞ্জে থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রবি, থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এমএ হালিম জুয়েল,থানা বিএনপির যুগ্ন আহবায়ক মাজারুল ইসলাম মূয়র, জেলা তাঁতীদলের সাধারন সম্পাদক আকবর হোসেন, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এইচ বাবুল, মহানগর জাসাস এর যুগ্ন আহবায়ক মনজুর আহমেদ অনিক, থানা জাসাস এর সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর শ্রমিকদলের সভাপতি এসএম আসলাম, থানা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল প্রধান, থান জাসাস সহ সভাপতি আইউব আলী মুন্সি, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফিল প্রধান, বিএনপির রওশন আলী, ইকবার হোসেন, আক্তার হোসেন, রহমত উল্লাহ, শরীফ হোসেন, হুমায়ন কবির,উকিল উদ্দিন ভূঁইয়া প্রমূখ।
সাবেক এমপি গিয়াস উদ্ধিন আরো বলেন, বেগম জিয়ার নেতৃত্বে ৩ বার রাষ্ট্র পরিচালনা করা দলটি আজ ১০ বছর ধরে ক্ষমতার বাহিরে। এ সুযোগে বর্তমান সরকার নেতাকর্মীদের বিরোদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। জেলে নিচ্ছে। রাজ পথে নামলে রাষ্ট্রয় বাহিনী দিয়ে গুলি করাচ্ছে। মানুষের বাক স্বাধীনতা হরন করছে।গনতন্ত্র বাধ দিয়ে এক নায়েকতন্ত্র ভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এ থেকে বাহির হতে হবে। তার জন্য বেগম জিয়া নাসিক নির্বাচনে অংশগ্রহন করার ঘোষনা দিয়েছে। নারায়ণগঞ্জের আপামর জনগন এ নির্বাচনের মাধ্যমেই সারা দেশের মানুষের কাছে একটি বার্তা পৌছে দিতে বিএনপির কতটা সুÑসংগঠিত। বাংলাদশের মানুষে গনতন্ত্র বিশ্বাসী। তারা এক নায়েকতন্ত্র চায়না। তাই আমাদের সকলেই মিলে এক সাথে কাজ করলে সিদ্ধিরগঞ্জে১০ ওয়ার্ডে বিএনপি’র কাউন্সিল প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে পারবো। তার জন্য একাধিক ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকায় ২২ নভেম্বরের মধ্যে ওয়ার্ড বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলে একক প্রার্থী দিয়ে তার নাম প্রস্তাব করে আমার কাছে লিখিত ভাবে দেওয়ার জন্য আহবান করছি। আমি জেলা ও থানা বিএনপির নেতামর্কীদের সাথে আলোচনা করে কাউন্সিলর প্রার্থী করে তার বিজয় ছিনিয়ে আনতে আমরা প্রকাশ্যে মাঠে নেমে কাজ করবো।আর যদি দলের বাহিরে গিয়ে নির্বাচনের অংশ গ্রহন করে আমরা তার জন্য কাজ করবোনা। তার জন্য যদি দলীয় প্রার্থী পরাজিত হয় দল তার ব্যবস্থা গ্রহণ করবে। তাই দরকার সকল বিভেদ ভূলে গিয়ে ঐক্যবন্ধ হয়ে কাদেকাদ মিলিয়ে সমানে চালাল।