আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। শুক্রবার ১৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় তাকে মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে নাসিকের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য লিখিত আবেদন করেন তিনি। কারণ এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) তাকে বাদ দিয়ে মেয়র প্রার্থী হিসেবে মহানগরের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করে একটি তালিকা দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে পাঠানো হয়।

শুক্রবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নাসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য তিনজনের নাম প্রস্তাব করে। এরা হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ। তবে এই তালিকায় অবশ্য আইভীর নাম ছিল না।

মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব করা নামে আইভীর নাম না থাকলেও অবশেষে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তাকেই মনোনীত করে দল।

গত নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তবে এবার প্রথমবারে মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না আইভী। তিনি জানিয়েছিলেন, দল যাকে মনোনয়ন দেবে তিনি তা মেনে নেবেন।

প্রসঙ্গত, ২০১১ সালের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়েও ১লাখ ভোটে পরাজিত হন শামীম ওসমান। আর আইভী জয় লাভ করেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত