নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলার অন্তর্গত মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ইস্ট টাউনে না:গঞ্জ জেলা ইজতেমার প্রথম আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ আদায়ে কয়েক লক্ষ মুসল্লী অংশগ্রহণ করেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে মুখরিত ছিল পুরো মাঠ। বৃহস্পতিবার শুরু হয়ে অত্র ইজতেমার কার্যক্রম শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্বের বৃহত্তর এই গনজামায়েত। জুম্মা উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই জেলার সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, সদর, সোনারগাঁও, রূপগঞ্জ, বন্দর সহ আশপাশ কয়েকটি জেলা থেকেও ধর্মপ্রাণ মুসলমানরা এদিন জুমআ নামাযে শরীক হতে আসতে থাকেন। ঘড়ির কাটায় যখন ১ টা বেজে ৩০ মিনিট, তখনি খুৎবা ও ফরয নামাজের মাধ্যমে জুমআ আদায় করেন লাখো মুসল্লি। তীব্র দাবদাহ উপেক্ষা করে সকল বয়সী মুসলমানরা এদিন ইজতেমা মাঠে উপস্থিত হন এবং ইজতেমার সকল আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। আবহাওয়া অনুকুলে থাকলে আখেরী মুনাজাতেও কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে জানান এ আয়োজনের সাথে সম্পৃক্তরা।
এদিকে মদনপুরে এ ধরণের মহতি আয়োজন হওয়ায় স্থানীয়রা উৎসবমুখর পরিবেশে দূর দূরান্তের আগন্তকদের স্বাগত জানাচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ইজতেমা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ এবং ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী বিক্রি করতে দেখা গেছে। তাছাড়া পরবর্তী না:গঞ্জ জেলা ইজতেমা আগামী ২০১৮ সালে হবার কথা রয়েছে।