না:গঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচন : ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় পৌনে এক লাখ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনে ভোটার বেড়েছে। বিগত ২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিটি করর্পোরেশন এলাকায় মোট ভোটার ছিল ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৩৪৪ জন ও নারী ভোটার ২ লাখ ৮৪৫ জন। তবে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভোটে একজন মেয়রের সঙ্গে ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে। মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮। সেই অনুপাতে এবারের নির্বাচনে ভোটার বৃদ্ধি পেয়েছে প্রায় পৌনে এক লাখ। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৬৩টি ও ভোটকক্ষ ১২১৭টি। ১৬৩ প্রিজাইডিং কর্মকর্তা, ১২১৭ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২৪৩৪ জন পোলিং কর্মকর্তা ভোট নেবেন। চলতি বছরের ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটির মেয়াদ শেষ হবে। সিটি করর্পোরেশন নির্বাচনের আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

নির্বাচনের ভোট হবে ২২ ডিসেম্বর। ২৪ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। যাচাই বাইাই ২৬ ও ২৭ নভেম্বর। আর ৪ ডিসেম্বর হলো মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত