শ্রমিক ছাটাই, মিথ্যা মামলা এবং নারী শ্রমিকদের অসভ্য আচরনের বিচারের দাবীতে মানব বন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কাচপুরের ওপেক্স ইন্ডাস্ট্রিজ  লি: – ২ (সিনহা গ্রুপের) শ্রমিক ছাটাই মিথ্যা মামলা প্রত্যাহার এবং নারী  শ্রমিকদের প্রতি পি.এম এর অসভ্য আচরনের বিচারের দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালন করে ওপেক্স গ্রুপের শ্রমিকরা। ২৪ জানুয়ারী  রবিবার বিকালে ওপেক্স গ্রুপের শ্রমিকরা এই মানব বন্ধন কর্মসূচি পালন করে এবং পরে ৪ দাবিতে বি.কে.এম.ই.এ- এর সভাপতির কাছে স্মারক লিপি প্রদান করেন। স্বারক লিপিতে উল্ল্যেখ্য যে, গত ১৮ জানুয়ারী  সুপারবাইজার জাকির কর্মরত একজন পতিবন্ধি শ্রমিক সোহেল রানাকে একই সাথে দুইটি কাজের আদেশ প্রদাণ করলে রানা একাধিক কাজে অক্ষমতা জানায়। একপর্যায় সুপারবাইজার জাকির ক্ষিপ্ত হয়ে রানাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে শুরু করলে আঘাতে রক্তপাত হয়। পরে শ্রমিকগণ ক্ষুব্ধ হয়ে জি.এম সাহেবের কাছে সুষ্ঠ বিচারের দাবী  জানালে তখন উক্ত প্রতিষ্ঠানের পি.এম সাজাহান জুয়েল কৌশলে বিচার না করতে সুপারবাইজার জাকিরকে কারখানা থেকে বাহিরে নিয়ে যায়। এঘটনাকে ভিত্তি করে ৯৯ জন শ্রমিককে ছাটাই এবং প্রাপ্য পাওনা হইতে বঞ্চিত করাসহ শ্রমিকদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মিথ্যা মামলা দায়ের করে। শ্রমিকদের  পাওনা মজুরী, বেতন ও ক্ষতিপূরন না দেওয়ায় সীমাহীন কষ্টে দিনযাপন করছে। এই মর্মে ছাটাইকৃত ১. শ্রমিকদের চাকুরিতে পূর্নবহাল, ২. শ্রম আইন মোতাবেক সকল প্রাপ্য পাওনা পরিশোধ, ৩. শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও আইন মেতাবেক ব্যবস্থা গ্রহন সহ ৪. ইাররী শ্রমিকদের সাথে অসভ্য আচরনকারী পি.এম সাজাহান জুয়েল এর বিচারের চারটি দাবি করে।

add-content

One thought on “শ্রমিক ছাটাই, মিথ্যা মামলা এবং নারী শ্রমিকদের অসভ্য আচরনের বিচারের দাবীতে মানব বন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত