নারায়ণগঞ্জ বার্তা ২৪ (মো:হৃদয়) : কিছু দিন ধরে ঘন কুয়াশা ও প্রচন্ড শীতের কারনে দেখা যাচ্ছে না সূর্য মামার মুখ। শৈত্য প্রবাহের প্রকোপে কাঁপছে নারায়ণগঞ্জবাসী। অপরদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফুঁটপাতে ও মার্কেটের দোকান গুলোতে বেড়ে গেছে ক্রেতাদের ভিড়। শীত বস্ত্র বিক্রি বেড়েছে দোকান গুলোতে এবং শীতের তীব্রতা বাড়ায় খুশি বিক্রেতারা। শীত বস্ত্র বিক্রেতা টিটু নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, শীতের প্রথম দিকে শীত কম পড়ায় হতাশ ছিলেন তারা। কিন্তু গত কিছু দিনের শীতের তীব্রতা বাড়ায় তাড়া খুব খুশি বেড়েছে ক্রেতা ও বিক্রির হার। অন্যদিকে তীব্র শীতের প্রকোপে ভোগছে অসহায় মানুষ ও শিশু কিশোর। এ শীতে আকাশের নিচে নারায়ণগঞ্জে প্রায় অনেক জায়গায় দেখা যায় আগুন জ্বালিয়ে শীত কাটাচ্ছে অসহায় মানুষ। এ ক্ষেএে অসহায় মানুষকে সাহায্য করার জন্য শীতবস্ত্র, কম্বল, শাল দিয়ে সাহায্য করছে সরকার ও বিভিন্ন কর্ম-সংস্থান প্রতিষ্ঠানগুলো। এবং শীতের তীব্রতা ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর জানায়, আরো কিছু দিন ধরে থাকতে পারে এই শৈত্য প্রবাহ।