নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল বলেছেন এলাকার যুবকরা খেলাধুলায় নিমগ্ন থাকলে কখনো মাদকের ভয়াল গ্রাস তাদের স্পর্শ করতে পারবেনা। একটি পরিবারকে ধ্বংসের জন্য একজন মাদকসেবী সন্তানই যথেষ্ট। মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠ প্রাঙ্গনে আয়োজিত মদনগঞ্জ ফুটবল প্রিমিয়ার লীগ ২০১৬ইং ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯,২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি। তিনি আরো বলেন,মাদক একটি পরিবারকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। আমরা সকলে এই মনোমূগ্ধকর অনুষ্ঠান থেকেই ওয়াদা করব যাতে আমাদের আগামী প্রজন্মকে সুন্দর পরিচ্ছন্ন সমাজ গড়তে খেলা-ধুলায় উদ্ধোগ্ধ করতে পারি। পাশাপাশি তিনি টূর্নামেন্টের আয়োজকদের সাধুবাদ জানান ।
মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের অর্থ সম্পাদক আল মামুনের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ পিয়ার জাহান,মোঃ মোস্তফা খান মিঠু,মোঃ ফারুক চৌধুরী, মোঃ আলী আহসান,মোঃ আলী নওসাদ আনোয়ার তুষার,বি জোবায়ের হোসেন নিপু,মোঃ মনোয়ার হোসেন মন্টু,চঞ্জল মাহমুদ,আনিসুজ্জামান নিউ,শামীম আহমেদ সাগর,মাহফুল টিটু,মোঃ জামান,মোঃ শিকদার,মোঃ জুয়েল,মোঃ সোহেল,মোঃ টিটু,মোঃ হোসেন,মোঃশাহীন,মোঃ বাদল,মোঃ জামান,মোঃজসীম হোসেন,মোঃ শহীদ,মোঃ রোকন,মোঃ মতিন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির মধ্যে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শিবু,কামরুজ্জামান,রিয়াদ খান,সবুজ,আরিফ প্রধান ,সালাউদ্দিন শিকদার,শিপলু,রাব্বি খান,জিসান দেওয়ান, মোঃ আসাদ,মাসুদ রানা সেলিম,রফিকুল ইসলাম সোহাগ প্রধান প্রমূখ।