হান্নান সরকারের দিন শেষ ॥ খোরশেদকে নিয়ে ভোটারদের চিন্তা বিশেষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কথায় আর কাজে নাই মিল, বলেন বেশী শুনেন কম, নিজে যা বেঝেন তাই করেন, কারো কোন পরামর্শ কানে তুলেন না, বিচার করতে বসলে পক্ষপাতিত্ব করেন, এহেন প্রকৃতির নানা বিতর্কে গত ৫ বছরে অনেকটা পিছিয়ে গেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় বিএনপি নেতা হাজী হান্নান সরকার। পাশাপশি নির্বাচনে পরাজিত হয়েও গত ৫ বছরে সাধারণ জনতার সুখ দুঃখে সময়ে অসময়ে আপন জনের মত কাছে থেকে, সমর্থনের দিক থেকে অনেক এগিয়ে গেছেন গত নির্বাচনে নলকূপ প্রতীকে সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হওয়া কাউন্সিলর প্রার্থী মোঃ খোরশেদ আলম।

গত নির্বাচনে ২১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হান্নান সরকারের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বন্দরের অপর বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ। রাজনৈতিক পক্ষাঘাতে বিগত ৫ বছরে মানসিক, ব্যবসায়িক, অর্থনৈতিকভাবে তিনিও পিছিয়ে গেছেন অনেক।

২১নং ওয়ার্ডের সোনাকান্দা, ঋষিপাড়া, এনায়েতনগর, রূপালী, সালেহনগর,শাহী মসজিদসহ আশপাশ এলাকার অধিকাংশ ভোটারের পছন্দ এখন গত নির্বাচনের টিউবওয়েল প্রতীকধারী প্রার্থী মো: খোরশেদ আলমকে। এবার তাঁকে কাউন্সিলর হিসেবে বিজয়ী করতে সকলে হচ্ছেন প্রতিজ্ঞাবদ্ধ।

তারা বলেন, বিপদে আপদে দিন-রাত যখন তখন, যাকে ডাকলেই কাছে পাওয়া যায়, তিনি সেই জনদরদী মানুষ খোরশেদ আলম খোরশেদ ভাই। অন্যরা ভোট নিয়ে গেছেন, কেউ পাশ করেও খবর নেয়নি আবার কেউ পাশ করতে পারেনি বলে দূরে আছেন। কিন্তু পাশ না করেও একজন জনপ্রতিনিধি’র মত তিনি ছিলেন সর্বদা আমাদের সুখ-দুখের সাথী হিসেবে। আমাদের বিশ্বাস, মোঃ খোরশেদ আলম নির্বাচিত হলে এ ওয়ার্ডের সাধারণ মানুষের কথা শুনবে এবং আন্তরিকভাবে সর্ব শ্রেনীর মানুষের আশা আকাঙ্খা পূরনে সচেষ্ট থাকবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত