নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার নব কিশলয় হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন, জুতা-ঝাঁড় মিছিল করেছেন অভিভাবকসহ এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও জুতা-ঝাঁড় মিছিল বের করেন।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, নব কিশলয় হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের সহকারী প্রধান শিক্ষিকা আক্তারুন্নেছা, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ওসমান গনি বাবুল, কমিটির সদস্য মফিজুল ইসলাম বেপারী, অভিভাবক জামাল হোসেন, আলমগীর কবির শাওন, জাফর মোল্লা, হাওয়া বেগম, জয়নাল মিয়া, আব্দুস সালাম, সাদেক হোসেন, মনোয়ারা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নব কিশলয় হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ নজিবুর রহমানের দেয়া কু-প্রস্তাবে রাজি না হওয়ায় অন্যায় ভাবে সহকারী প্রধান শিক্ষিকা আক্তারুন্নেছাকে বরখাস্ত করা হয়। এছাড়া নজিবুর রহমান বিরুদ্ধে অনিয়ম, দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা, নারী হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ অধ্যক্ষ’র কারনে নব কিশলয় হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অবিলম্বে অধ্যক্ষ নজিবুর রহমানের অপসারণ ও শাস্তি দিতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসুচী পালন করবে এলাকাবাসী। এছাড়া অধ্যক্ষ’র সহযোগীতায় যে পকেট কমিটি করা হয়েছে তাও বাতিল করতে হবে।
মানববন্ধন শেষে অধ্যক্ষ নজিবুর রহমানের অপসারণ ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে জুতা ও ঝাঁড়ু মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।