সোনারগাঁয়ে ২৯টি পূজা মন্ডপে শুরু হয়েছে শারদীয় দূর্গাৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁওয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গাৎসব। সোনারগাঁও উপজেলা গত বছরের ন্যায় এবারও মোট ২৯ টি পূঁজামন্ডপে দূর্গাপুঁজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭ অক্টোবর শুক্রবার  সকাল থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ১১ অক্টোবর রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। দূর্গা পূজা উপলক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৯ টি পূজামন্ডপে শুরু হয়েছে দূর্গাপূজা।
শারদীয় দূর্গাৎসব কে কেন্দ্র করে প্রতিটি হিন্দু পরিবারের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বারদী আখরা, পঞ্চমীঘাট, নয়াপুর, কাঁচপুর ও অন্যান্য পূঁজামন্ডপের মতো মোগরাপাড়া ইউনিয়নের শ্রীশ্রী গৌর নিতাই আখড়াঁয়ও দেখা গেছে পূজারীদের উপচে পরা ভীড়। সেখানে মৃৎ শিল্পী রং আর তুলির আঁচড়ে প্রতিমা গুলোকে সাজিয়ে তুলছেন বর্ণিল সাজে। মৃৎ শিল্পীরা দূর্গাকে অপরূপ সাজে সাজিয়ে তুলেছেন বিরামহীন কাজ করে তাদের নিপুন হাতে। মেলা উপলক্ষে পূজা মন্ডপের পাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খৈ-উখড়া, জিলাপী, মিষ্টি, নিমকি, ফুচকা ও নানা ধরনের দেশী তৈরি বিভিন্ন ধরনের পিঠাসহ খাবারের দোকানঘর।

খোজ নিয়ে জানা গেছে, হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গাৎসব উপলক্ষে উপজেলা পূঁজা কমিটিকে প্রধানম্ন্ত্রীর ত্রান তহবিল থেকে ৫০০ কেজি চাল অনুদান দেয়া হয়েছে।

সোনারগাঁও থানা সার্বজনীন পূর্জা উদযাপন কমিটির সভাপতি শ্রী লোকনাথ দত্ত জানান, ধর্ম যার যার উৎসব সবার। গত বছরের শ্লোগান সামনে রেখে এ বছর সোনারগাঁওয়ে ২৯ টি মন্ডপে দূর্গাপূঁজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে পূজা মন্ডপের আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। কেউ যাতে কোন সন্ত্রাসী ও নাশকতামূলক কার্যকলাপ না করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতাসহ এলাকার সকলের নিকট সর্বাত্বক সহযোগিতা চেয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের বলেন, শারর্দীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে কোন মহল যাতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য সর্তক অবস্থায় থাকবে। প্রতিটি পূঁজামন্ডপে পুরুষ পুলিশের পাশাপাশি মহিলা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত রয়েছে। এ ছাড়া মোবাইল টিম হিসেবে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত