নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম ফরিদ হাবিব এনবিপি, ওএসপি, বিসিজিএম, এসডিসি, পিএসসি বলেছেন প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা রপ্তানিতে যাচ্ছে দেশ। নারায়ণগঞ্জে বন্দরের সোনাকান্দায় ১৯২২ সালে নির্মিত নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড লোকশানের ভাড়ে রুগ্ন প্রতিষ্ঠানে পরিনত হয়ে ছিল। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এ রুগ্ন প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে নৌ-বাহিনীর কাছে হস্তান্তর করে। নৌ-বাহিনীর দক্ষতায় ও নিরলশ প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সকল ঋণ পরিশোধ করে আজ এ প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। মাত্র বিগত ৩ বছরে এ প্রতিষ্ঠান সরকারকে ৩৬ কোটি ২৮ লাখ টাকা টেক্স পরিশোধ করেও ৪৮ কোটি টাকা নিট মুনাফা করেছে। বর্তমানে এ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান অর্জন করে আন্তর্জাতিক সনদ লাভ করেছে। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত ১০ বিশিষ্ট ডক ইয়ার্ড ব্যারাক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডক ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম খুরশিদ মালিক (ই), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোস্ট গার্ডের ডিজি রিয়াল এডমিরাল মকবুল হোসেন ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন, বন্দর থানার ওসি নজরুল ইসলাম ও চায়না ইঞ্জিনিয়ার দিলানাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি ডক ইয়ার্ড ঘুরে দেখেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে দোয়ায় অংশ নেন।