আলহাজ্ব লায়ন মু. হাবিবুর রহমান হারেজ সিটি কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাবিবনগর এলাকায় আলহাজ্ব লায়ন মু. হাবিবুর রহমান হারেজ সিটি কলেজে একাদশ শ্রেণীতে সদ্য ভর্তি হওয়া ৭৯ জন নবীন শিক্ষার্থীদের এক জাকঝমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয়। আশালয় হাউসিং লি. এর প্রশাসনিক পরিচালক মো: আবু বকর সিদ্দিকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা ভাইস্ চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মু. হাবিবুর রহমান হারেজ। সোমবার বেলা ১১ ঘটিকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব লায়ন মু. হাবিবুর রহমান হারেজ বলেন, নবীণের আগমন আর পুরাতনের বিদায় এটায় যেন প্রকৃতির নিলাখেলা। আমি আশা করি তোমরা তোমাদের জীবণকে এমন ভাবে গড়বে যেন, তোমাদের এই কৃতিত্বের অবদান বিশ্ববাসীর হৃদয়ে চির অমলিন হয়ে থাকে। আমি চাই তোমরা তোমাদের জীবণকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে তোমাদের অভিবাবক, শিক্ষকমন্ডী ও শুভাকাংক্ষিদের মুখ উজ্জল করবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব লায়ন মু. হাবিবুর রহমান হারেজের সহধর্মীনী ও হাবিবুর রহমান হারেজ কমপ্লেক্সের ভাইস্ চেয়ারম্যান মিসেস যেক্রিয়া হাবিব ও তার কন্যা কমপ্লেক্স ট্রাস্টের সদস্য হাবিবাতুজ জহুরা, সদস্য সুফিয়া আক্তার, আলহাজ্ব লায়ন মু. হাবিবুর রহমান হারেজ সিটি কলেজের অধ্যক্ষ মিসেস ডালিয়া আক্তার, এইচ আর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শংকর চন্দ্র পাল, আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. সাইফুদ্দিন আহ্মেদ রুবেলসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ শেষে এক আনন্দ ঘনমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত