নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় ইয়াছমিন আক্তার নামে এক তালাকপ্রাপ্ত গৃহবধুর দাবিকৃত ৫ লাখ টাকা না দেয়ায় শশুর ও দেবরকে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা করার পর থেকে শশুর ও দেবর গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। হয়রানির শিকার পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৫ বছর আগে কাঞ্চন এলাকার জয়নাল আবেদীনের ছেলে ওমর ফারুকের সঙ্গে পার্শবতী কেন্দুয়া এলাকার আফতাব উদ্দিনের মেয়ে ইয়াছমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিষয়াদি নিয়ে গত ৭ বছর পুর্বে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর ওমর ফারুক ফের দ্বিতীয় বিবাহ করেন।
এদিকে, গত কয়েক মাস ধরে তালাকপ্রাপ্ত গৃহবধু ইয়াছমিন আক্তারকে ফের ৫ লাখ টাকা দিয়ে ওমর ফারুকের সঙ্গে পুনরায় বিয়ে করার দাবি জানিয়ে আসছেন শশুর জয়নাল আবেদীন ও দেবর ফরিদ আলীর কাছে । এতে শশুর বাড়ির লোকজন রাজি হননি। দাবিকৃত টাকা না পেয়ে ও পুনরায় বিয়ে দিতে রাজি না হওয়ায় হামলা ভাংচুর ও নির্যাতনের অভিযোগ এনে গত ২০১৫ সালের ২৯ নভেম্বর ইয়াছমিন আক্তার বাদী হয়ে শশুর জয়নাল আবেদীন ও দেবর ফরিদ আলীকে আসামীকে করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে গ্রেফতারের ভয়ে ওই পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।