তিন ম্যাচের ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (র্স্পোটস ডেস্ক) : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। আজ বুধবার বিকেল ৪টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।

আগামী শুক্রবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রথম মাঠে নামবে আসগর স্তানিকজাইয়ের দল।

আগামী ২৫ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

আফগানিস্তানের এই দলে তিন নতুন মুখ। তারা হলেন- ডানহাতি ব্যাটসম্যান ইসহানউল্লাহ জানাত, অলরাউন্ডার করিম জানাত ও পেসার নাভিন উল হক।

বাংলাদেশ সিরিজের জন্য ভারতে ১৫ দিনের ক্যাম্প করে এসেছে আফগানিস্তান। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সই আপাতত আফগানদের ‘হোম’। নিজ দেশে ভালো মাঠ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে দেশের বাইরেই অনুশীলন করে আসছে তারা। দীর্ঘদিন তাদের ‘হোম’ ছিল শারজা। সেখানে খরচ বেড়ে যাওয়ায় এখন মাসিক ৭৫ লাখ রুপিতে ভাড়া নিয়েছে গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স।

আফগান স্কোয়াডে রাখা হয়েছে তিনজন লেগ স্পিনার। ১৮ বছর বয়সী লেগ স্পিনার রশিদ খান আন্তর্জাতিক ক্রিকেটে স্বল্প উপস্থিতিতেই নজর কেড়েছেন দারুণ। সঙ্গে দুই লেগ স্পিনিং অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি ও রহমত শাহ। শেনওয়ারি আগেও ব্যাটে-বলে ভুগিয়েছেন বাংলাদেশকে। রহমত ঢাকা লিগে খেলে গেছেন মোহামেডানের হয়ে।

হজে যাওয়ার জন্য ভারতে ক্যাম্পে না থাকলেও বাংলাদেশ সফরে থাকছেন অধিনায়ক আসগর স্তানিকজাই, বিস্ফোরক উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ও লেগ স্পিনিং অলরাউন্ডার রহমত। ক্যাম্পে থাকা ২৩ জন থেকে বাংলাদেশ সিরিজে না থাকাদের মধ্যে উল্লেখযোগ্য নাম অভিজ্ঞ গুলবাদিন নাইব।

আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটার দলে আছেন তিনজন- ১৮ বছর বয়সী করিম জানাত, ইহসানউল্লাহ জানাত ও ১৭ ছুঁইছুঁই নাভিন উল হক মুরিদ।

২৫ সেপ্টেম্বর শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচের জন্য আছে এক দিন করে রিজার্ভ ডে। এর আগে শুক্রবার ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলে গেলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম বাংলাদেশে এলো আফগানিস্তান।

আফগানিস্তান দল : আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, মিরওয়াইস আশরাফ, দওলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, হাশমতউল্লাহ শাহিদি, ফরিদ আহমাদ মালিক, আমির হামজা হোতাক, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিন উল হক, করিম জানাত, শাবির নুরি, ইসহানউল্লাহ জানাত।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত