নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্দ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বাড়ি ঘর ভাংচুর করে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে আইল পাড়া পাঠানটুলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২১ সেপ্টেম্বর বুধবার সমাজকর্মী মান্নান ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া পাঠানটুলী এলাকায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস, মাদকদ্রব্য ও যৌন হয়রানি প্রতিরোধে মানব কল্যাণ পরিষদের ব্যানারে সামাজিক আন্দোলন করে আসছে সমাজকর্মী মান্নান ভূঁইয়া। যার ফলে গত ১৮ আগষ্ট রাতে চিহ্নিত ও বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর রক্তাক্ত জখম করে। দীর্ঘ ১৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় হত্যা চেষ্টা মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য একের পর এক চাপ সৃষ্টি করে হয়রানি করে আসছিল। সিদ্ধিরগঞ্জ থানার ৪৫নং মামলার আসামীদের মধ্যে ৬জন সন্ত্রাসী শাহজাহান, শহিদুল্লাহ, সাইদুল, ইয়াছিন, জামান, সেন্টু আদালত থেকে আইনের ফাকফোকরে জামিনে এসে এলাকায় মান্নান ভূঁইয়া ও তার পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য এবং মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষ্যে এলাকায় নানা রকম কুৎসা রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় গত ০৮ সেপ্টেম্বর জামিনে আসা আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এবং নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নং-৩৮০।
বর্তমানে মামলার জামিন প্রাপ্ত আসামীরা এবং অন্যান্য আসামী মাষ্টার দেলু ও দেলোয়ার হোসেন দেলুর বাহিনীসহ আসামীদের আত্মীয় স্বজন একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আসামী ও আসামীদের আত্মীয় স্বজন এবং তাদের বাহিনী দ্বারা সমাজকর্মী মান্নান ভূঁইয়া এবং মান্নান ভূঁইয়ার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সহ বাড়ি ঘর ভাংচুর করে এলাকার ছাড়া করার হুমকি দিয়েছে উল্লেখিত মামলার আসামী ও বহিরাগতরা। মান্নান ভূঁইয়া হাসপাতালে চিকিৎসা নিতে এবং বাহিরে যেতে শঙ্কিত হয়ে পড়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারের বাড়ির আশে পাশে অস্ত্রধারী সন্ত্রাসী দিনে ও রাতে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। যার ফলে মান্নান ভুঁইয়ার পরিবার আবারো হামলার শিকার ও যে কোন ধরণের বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে। উক্ত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন আইন শৃঙ্খলা দফতরে একাধিক লিখিত অভিযোগ ও মামলা রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপার মইনুল হকের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।